• ঢাকা
  • |
  • শুক্রবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ ভোর ০৪:০৮:২২ (22-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ ভোর ০৪:০৮:২২ (22-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

চৌদ্দগ্রামে চাঞ্চল্যকর অটোরিকশা চালক হত্যার রহস্য উদঘাটন

১৪ আগস্ট ২০২৩ সন্ধ্যা ০৬:৫৫:৪৮

চৌদ্দগ্রামে চাঞ্চল্যকর অটোরিকশা চালক হত্যার রহস্য উদঘাটন

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রামে চাঞ্চল্যকর অটোরিকশা চালক শিমুলের হত্যার রহস্য উদঘাটন করেছে পুলিশ। ১৩ আগস্ট রোববার দিবাগত রাতে অভিযান চালিয়ে হত্যার সঙ্গে জড়িত ৫ জনকে আটক করে পুলিশ।

আটকরা হলো, উপজেলার পেচাইমুড়ি এলাকার সুমন মিয়ার ছেলে সাইমন (১৬), পৌরসভার পশ্চিম শ্রীপুর এলাকার হারুন আর রশিদের ছেলে আব্দুল মান্নান(২৪), বাবুল মিয়ার ছেলে বাপ্পি(১৪), রামরায় গ্রাম এলাকার দুদু মিয়া ছেলে রবিন (২২) ও মৃত আলমগীর মিয়ার ছেলে সৈকত (১৬)।

বিষয়টি নিশ্চিত করেছে চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ রঞ্জন চাকমা।

তিনি জানান, গত কয়েকদিন আগে জুয়েল (১২) নামে এক কিশোরকে বাইসাইকেল ও পাঁচশত টাকাসহ অপহরণ করে দোয়েল চত্ত্বরের একটি বাসায় আটকে রাখে সায়মন, রবিন ও সৈকত। জুয়েলের পিতা সুমন মিয়ার কাছে তারা মুক্তিপণ দাবি করে। সুমন মিয়া জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন দেয়। এএসআই জুয়েলকে তদন্তে দায়িত্ব দিলে সে সাইমন (১৬) নামে এক কিশোরকে আটক করে। পরে অপহরণ সাথে জড়িত কয়েকজনকে আটক করে পুলিশ। এই অপহরণের সাথে জড়িত আরেক আসামী রবিন (২২) পুলিশের সামনে সাইমনকে ‘তার মতো তুরে ও মারা হবে’এই বলে হুমকি দেয়। এএসআই জুয়েল এই কথা শুনতে পায়। পরে জিজ্ঞাসাবাদে বেড়িয়ে আসে চাঞ্চল্যকর অটোরিকশা চালক শিমুল হত্যাকাণ্ডের আসল রহস্য। তারা তখন শিকার করে গত ২২ জুন অটোরিকশা চালক শিমুলকে হত্যা করে ডুবার মধ্যে ফেলে যায়। এঘটনার ৫৩ দিন পরে হত্যার রহস্য উদঘাটন করেছে পুলিশ।

সাইমনকে ব্যাপক জিজ্ঞাসাবাদে সে জানায়, অটোচালক শিমুল তাদের বন্ধু ছিল। তারা শিমুলের অটোছিনতায়ের পরিকল্পনা করে কিন্তু হত্যা করা তাদের পরিকল্পনায় ছিল না। শিমুলের অটোরিকশায় ঘুরতে যাবে বলে পরিকল্পনা অনুসারে তারা চৌদ্দগ্রাম বাজার থেকে হায়দারপোল এলাকায় শিমুলকে নিয়ে যায়। সেখানে আবদুল মান্নান তার পকেট থেকে বেল্ট বের করে শিমুলের গলায় পেচিয়ে ধরে। পরে শিমুল নড়াচড়া না করলে তাকে ডোবার মধ্যে ফেলে তারা অটো নিয়ে পালিয়ে যায়।

গত ২৪ জুন দুপুরে উপজেলার হায়দারপোল এলাকায় অটো চালক শিমুলের মরদেহ উদ্ধার করে পুলিশ। ওইদিন রাতে নিহত বাবা সুমন ড্রাইভার অজ্ঞাত কয়েকজনের নামে হত্যা মামলা দায়ের করে।

ওসি শুভ রঞ্জন চাকমা আরও জানান, আসামী সায়মনকে আদালতের মাধ্যমে রিমান্ড চাওয়া হয়েছে। হত্যাকাণ্ডের সঙ্গে আর কেউ জড়িত আছে কিনা জিজ্ঞাসাবাদের পরে জানা যাবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু
২১ নভেম্বর ২০২৪ রাত ০৮:০৫:৩৩