রাঙামাটি প্রতিনিধি: রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং উপ-উপাচার্য দুজনেই পদত্যাগ করেছেন। ১৮ আগস্ট রোববার রাতে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির কয়েকজন শিক্ষক ও বৈষম্যবিরোধী আন্দোলনের শিক্ষার্থীদের চাপের মুখে তারা পদত্যাগ করেন।
এর আগে রোববার সকালে শিক্ষক সমিতি ও শিক্ষার্থীরা ভিসি প্রো-ভিসির পদত্যাগের দাবিতে বিশ্ববিদ্যালয়ে শাটডাউন কর্মসূচি দেয়।
তারা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ প্রদর্শন করে এবং শিক্ষকরা একটি লিখিত বিবৃতি দেয়। বিবৃতিতে শিক্ষকরা ভিসি’র বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনে তাঁর পদত্যাগের দাবি করেন। রোববার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষক পরিষদের এক সভা শেষে এই বিবৃতি প্রদান করা হয়। তারা ভিসির পদত্যাগ না হওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সকল অ্যাকাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ রাখার ঘোষণা দেন।
পক্ষান্তরে শিক্ষার্থীরা দাবি তোলে শুধু ভিসি নয় প্রো-ভিসি বঙ্গবন্ধু পরিষদের সভাপতি অধ্যাপক কাঞ্চন চাকমাকেও পদত্যাগ করতে হবে। আন্দোলনরত রাবিপ্রবি শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে সন্ধ্যায় প্রোভিসি অধ্যাপক কাঞ্চন চাকমা পদত্যাগ করেন। পরে শিক্ষক ও শিক্ষার্থীরা ভিসির বাসায় গিয়ে তাকে পদত্যাগের অনুরোধ জানালে রাত ১১টায় ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. সেলিনা আখতার পদত্যাগ করেন।
এ সময় ভিসি সেলিনা আক্তার সাংবাদিকদের জানান, আমি কোনো দুর্নীতি করিনি, বা কোনো অনিয়মও করিনি, কিন্তু শিক্ষক শিক্ষার্থীদের দাবির প্রতি সম্মান দেখিয়ে আমি পদত্যাগ করালাম। এ সময় রাবিপ্রবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক হাবিবা আক্তার ভিসি ও প্রোভিসির পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেন। এই পদত্যাগপত্র বিশ্ববিদ্যালয়সমূহের চ্যান্সেলর মহামান্য রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে পাঠানো হবে বলেও জানিয়েছেন তিনি।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available