• ঢাকা
  • |
  • শুক্রবার ২০শে চৈত্র ১৪৩১ ভোর ০৫:৪৩:৩৬ (04-Apr-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ২০শে চৈত্র ১৪৩১ ভোর ০৫:৪৩:৩৬ (04-Apr-2025)
  • - ৩৩° সে:

প্রিয় ঢাকা

রাজধানী মিরপুরে নকশা বহির্ভূত ভবন নির্মাণ করায় রাজউকের উচ্ছেদ অভিযান

১০ ডিসেম্বর ২০২৪ দুপুর ০১:৩৭:৫৭

রাজধানী মিরপুরে নকশা বহির্ভূত ভবন নির্মাণ করায় রাজউকের উচ্ছেদ অভিযান

মিরপুর প্রতিনিধি: রাজধানীর মিরপুর ইস্টার্ন হাউজিং (দ্বিতীয় পর্ব) এলাকায় নকশা বহির্ভূত কয়েকটি ভবনে রাজউক উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে।

৯ ডিসেম্বর সোমবার দিনব্যাপী অভিযানটি পরিচালনা করা হয়।

রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. লিটন সরকার অভিযানটি পরিচালনা করেন।

এ সময় মোবাইল কোর্টের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন রাজউক পরিচালক সালেহ আহমদ জাকারিয়া, অথরাইজড অফিসার শেখ মাহাব্বীর রনি, সহকারী অথরাইজড অফিসার, প্রধান ইমারত পরিদর্শক, ইমারত পরিদর্শক ও অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. লিটন সরকার বলেন, মোবাইল কোর্ট পরিচালনাকালে পাঁচটি ভবনের মধ্যে দুইটি ভবনের মালিককে সরজমিনে পাওয়ায় একজনকে ২ লক্ষ টাকা অন্য আরেকজনকে ১ লক্ষ টাকা। সর্বমোট তিন লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। নকশা বহির্ভূত যে অংশগুলো ছিল সেগুলো সাধ্যমতো অপসারণ করার চেষ্টা করেন। আগামী ১ মাসের মধ্যে ভবন মালিকরা অপসারণ করবে বলে মুচলেকা দিয়েছেন।

তিনি আরও বলেন, ঢাকাকে নিরাপদ এবং বাসযোগ্য করার জন্য চেয়ারম্যানের নির্দেশনায় রাজউকের মোবাইল কোর্টের যে অভিযান অব্যাহত আছে সামনের দিনে এটা আরও বেগবান হবে। নতুন ভবন মালিকদের উদ্দেশ্য করে বলেন, ভবন করতে হলে রাজউকের নিয়মকানুন মেনে এবং রাজউকের প্ল্যান নিয়ে ভবন নির্মাণ করতে হবে। রাজউকের নিয়ম অমান্য করলে কঠোরভাবে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয়রা জানান, নকশা বহির্ভূত নিয়মিত এই অভিযান পরিচালনা করলে আর এভাবে কেউ নিয়মের বাইরে ভবন নির্মাণ করবে না। রাস্তার জায়গা দখল করে ভবন নির্মাণ করার সাহস করবে না।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





দৌলতদিয়ায় মাদকসহ গ্রেফতার ১
৩ এপ্রিল ২০২৫ রাত ০৮:০৩:৩২




পাবনায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু
৩ এপ্রিল ২০২৫ সন্ধ্যা ০৬:৪৫:৪১