• ঢাকা
  • |
  • শুক্রবার ৮ই অগ্রহায়ণ ১৪৩১ সকাল ০৬:৩৩:০৩ (22-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ৮ই অগ্রহায়ণ ১৪৩১ সকাল ০৬:৩৩:০৩ (22-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

সামনের দুই-তিনটা মাস ক্রুশিয়াল টাইম: শামীম ওসমান

১৬ জানুয়ারী ২০২৪ দুপুর ১২:২৮:৫৮

সামনের দুই-তিনটা মাস ক্রুশিয়াল টাইম: শামীম ওসমান

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: বিএনপিকে সহিংসতা পরিহারের আহ্বান জানিয়ে নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান বলেছেন, সামনের দুইটা-তিনটা মাস ক্রুশিয়াল টাইম (গুরুত্বপূর্ণ সময়)। যারা সকাল-বিকাল আপনাদের স্বপ্ন দেখিয়েছিলো যে আগামীকাল ক্ষমতায় আসবেন, সরকার পড়ে যাবে। বাচ্চা বাচ্চা ছেলেগুলো যারা গাড়িতে আগুন দিচ্ছে, বোম মারছেন, ককটেল ফাটাচ্ছেন, তারা তো ৩৪/১ এই ধারায় পড়ে যাবে। ইতোমধ্যে তাদের বাবা-মা আমার কাছে কান্না করছেন, কিন্তু আমি কী করবো। এমন যেন আর না হয়।

১৫ জানুয়ারি সোমবার রাতে নারায়ণগঞ্জ প্রেসক্লাব ভবনে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। 

মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, ভূমিদস্যুতা ও ইভটিজিং বন্ধে অঙ্গীকার ব্যক্ত করে শামীম ওসমান বলেন, নারায়ণগঞ্জে অনেক রাস্তা, স্কুল-কলেজ হয়েছে, এতে মানুষ খুশি হয়েছে। কিন্তু এবার আমি মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, ইভটিজিং, ভূমিদস্যুতা বন্ধ করতে চাই। এই মাদক থেকেই কিশোর গ্যাং, সন্ত্রাস, চাঁদাবাজির সৃষ্টি হয়।

সামাজিক সমস্যাগুলো সমাধানে 'প্রত্যাশা' নামের একটি সংগঠন প্রতিষ্ঠার ঘোষণা দিয়ে তিনি বলেন, '১৮ থেকে ৩০ বছর বয়সী তরুণ-তরুণীদের প্রাধান্য দেওয়া হবে এই সংগঠনে। সিনিয়ররা তাদেরকে দিকনির্দেশনা দিবেন৷ প্রয়োজনে ডোপ টেস্ট করে তাদেরকে নেওয়া হবে যাতে রক্ষকই ভক্ষক হয়ে না যায়৷ এই পরিকল্পনার মধ্যে কোনো রাজনীতি নেই৷ সকল দল, শ্রেণি-পেশার মানুষকে আমি আহ্বান জানাচ্ছি।

আগামীতে আর নির্বাচন করতে চান না জানিয়ে প্রভাবশালী এই আওয়ামী লীগ নেতা আরও বলেন, ১৯৯৯ সালে নিষিদ্ধ পল্লী পুর্নবাসন করেছি আল্লাহকে রাজি-খুশি করতে৷ ভালো কাজ করতে গেলে বাধা আসবেই৷ হয়তোবা আগামীতে আর নির্বাচন করবো না।

আগামী ২৭ জানুয়ারি সকল শ্রেণি-পেশার মানুষের মতামত জানতে নারায়ণগঞ্জে একটি অনুষ্ঠান আয়োজনের কথাও জানান এই সংসদ সদস্য। তিনি বলেন, প্রতি ওয়ার্ডে একটি করে ক্লাব করে সাংগঠনিক কাজগুলো করা হবে।

এ সময় মতবিনিময় অনুষ্ঠানে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের নেতৃবৃন্দসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের সাংবাদিকেরা উপস্থিত ছিলেন। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু
২১ নভেম্বর ২০২৪ রাত ০৮:০৫:৩৩