আন্তর্জাতিক ডেস্ক: ইসরাইলে নিযুক্ত থাকা নিজেদের রাষ্ট্রদূতকে প্রত্যাহার করে নিয়েছে ব্রাজিল। ২৯ মে বুধবার ব্রাজিল সরকারের পক্ষ থেকে তাদের রাষ্ট্রদূত প্রত্যাহারের এই ঘোষণা দেয়া হয়। তবে ইসরাইলের পক্ষ থেকে এখনও কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা শুরু থেকেই গাজায় ইসরাইলি আগ্রাসনের বিরুদ্ধে সোচ্চার। চলতি বছরের শুরুর দিকে গাজায় ইসরাইলের চলমান হামলাকে তিনি হলোকাস্টের সঙ্গে তুলনা করেছিলেন।
ফলে ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী ইসরাইল কাটজ জেরুজালেমের জাতীয় হলোকাস্ট জাদুঘরে ব্রাজিলের রাষ্ট্রদূতকে জনসাধারণের তিরস্কারের জন্য তলব করেছিলেন। সেই সময়ই লুলা ব্রাজিলের রাষ্ট্রদূত ফ্রেডেরিকো মেয়ারকে ফিরিয়ে আনতে চেয়েছিলেন।
ব্রাজিলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে এপিকে জানান, ইসরাইলের শীর্ষ কূটনীতিকের হাতে রাষ্ট্রদূত মেয়ারের অপমানের প্রতিক্রিয়া হিসেবে আনুষ্ঠানিকভাবে তাকে প্রত্যাহার করে নেয়া হলো।
মেয়ারকে জেনেভাতে স্থানান্তরিত করা হয়েছে এবং জাতিসংঘে ব্রাজিলের স্থায়ী মিশনে তিনি যোগদান করবেন।
গত ৭ মাসেরও বেশি সময় ধরে গাজায় ইসরাইলের আগ্রাসন ও গণহত্যা চলছে। এরই মধ্যে কমপক্ষে ৩৬ হাজার ৯৬ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যে বেশিরভাগই নারী ও শিশু। আহত হয়েছেন আরও ৮০ হাজার।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available