• ঢাকা
  • |
  • রবিবার ১০ই অগ্রহায়ণ ১৪৩১ সকাল ১১:০৭:৫৭ (24-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • রবিবার ১০ই অগ্রহায়ণ ১৪৩১ সকাল ১১:০৭:৫৭ (24-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

পাবনায় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৭তম আবির্ভাব তিথি মহা-মহোৎসব

১৫ সেপ্টেম্বর ২০২৪ দুপুর ০১:২১:৩৩

পাবনায় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৭তম আবির্ভাব তিথি মহা-মহোৎসব

পাবনা প্রতিনিধি: প্রার্থনা সভা, গঙ্গাস্নান, ফ্রি মেডিক্যাল ক্যাম্পসহ নানা আয়োজনে পাবনায় পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৭তম আবির্ভাব তিথি মহা-মহোৎসব পালিত হয়েছে। ১৫ সেপ্টেম্বর রোববার সকালে সৎসঙ্গ বাংলাদেশের আয়োজনে পাবনার হেমায়েতপুর বিশ্ববিজ্ঞান কেন্দ্র প্রাঙ্গণে ঠাকুর অনুকূল চন্দ্রের শুভ জন্মলগ্ন ঘোষণার মধ্য দিয়ে শুরু হয় উৎসব আয়োজন।

এ সময় প্রার্থনা সভায় বক্তব্য রাখেন সৎসঙ্গের কেন্দ্রীয় সদস্য ডা. সুব্রত রায়, সৎসঙ্গ বাংলাদেশের সম্পাদক শ্রী ধৃতব্রত আদিত্য, সহ সম্পাদক নিখিল মজুমদার। জন্মোৎসবের আয়োজনে বাংলাদেশ, ভারতসহ বিভিন্ন দেশের কয়েক হাজার অনুকূল ভক্ত অংশ নেন।

বাংলাদেশের সহ সম্পাদক নিখিল মজুমদার জানান, অনুষ্ঠানের অন্যান্য আয়োজনের মধ্যে পাবনা শহরের পাথরতলায় শ্রী শ্রী ঠাকুরবাড়িতে অনুষ্ঠিত হয় সৎসঙ্গ বাংলাদেশের ২৫১ তম শরৎকালীন ঋত্বিক অধিবেশন। পরে মহাপ্রসাদ বিতরণ, শ্রী শ্রী ঠাকুরের প্রামাণ্য চিত্র প্রদর্শন, সাংস্কৃতিক অনুষ্ঠান, ঠাকুরের দিব্য জীবন বাণী নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এছাড়া সন্ধ্যায় সান্ধ্যকালীন সমবেত বিনতি প্রার্থনা, বিভিন্ন ধর্মগ্রন্থাদি পাঠ এবং সংগীতানুষ্ঠানের মাধ্যমে উৎসবের সমাপ্তি ঘটে।

উল্লেখ্য, ১৮৮৮ সালে পাবনায় জন্ম নেয়া ঠাকুর অনুকূলচন্দ্র সাম্য ও অসাম্প্রদায়িকতার বাণী দিয়ে সব ধর্ম-বর্ণের মানুষের মন জয় করেন। ভক্তদের হৃদয়ের এই মহাপুরুষের জন্মস্থান পাবনার হিমায়েতপুরে। প্রতি বছর ঠাকুরের আবির্ভাব ও মৃত্যু দিবস সাড়ম্বরে পালন করেন সৎসঙ্গের সদস্যরা।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

ঝাড়খণ্ডে ভরাডুবি হলো ক্ষমতাসীন বিজেপির
২৪ নভেম্বর ২০২৪ সকাল ১১:০০:৩৬



সিইসিসহ নতুন নির্বাচন কমিশনারদের শপথ আজ
২৪ নভেম্বর ২০২৪ সকাল ১০:৩১:০৭

নাঙ্গলকোটে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত
২৪ নভেম্বর ২০২৪ সকাল ১০:২৮:০৬