কাহারোল (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের কাহারোল উপজেলার সুন্দরপুর ইউনিয়নের ঢেপা নদীর পশ্চিমতীরে অবস্থিত ঐতিহাসিক শ্রী শ্রী কান্তজিউ মন্দিরটি। এই মন্দিরকে ঘিরে ২৬ নভেম্বর রোববার থেকে মাসব্যাপী শুরু হয়েছে রাস মেলা।
এরই মধ্যে মেলা কর্তৃপক্ষের পক্ষ থেকে নিরাপত্তা নিশ্চিতকরণের লক্ষে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। মেলার শুরু থেকে শেষ হওয়ার দিন পর্যন্ত মন্দির ও মেলাটিকে একনজর দেখার জন্য বাংলাদেশসহ পার্শ্ববর্তী ভারত এবং বিভিন্ন দেশের পর্যটক ও ভক্তদের সমাগম ঘটে মাসব্যাপী এই মেলায়। এবার এই মেলা ঘিরে মন্দির চত্বরে বিভিন্ন ধরনের প্রদর্শনী ও সার্কাস, জাদু এবং হরেকরকমের দোকানপাট বসানো হয়েছে।
অগ্রহায়ণ মাসের পূর্ণিমায় প্রতি বছরের মতো এ বছরও পূর্ণিমা রাত্রী ১২টা ১ মিনিটে রাধা-কৃষ্ণের বিগ্রহ রাজ বেদিতে পূজা-অর্চনার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে মেলার সূচনা করা হয়। মেলায় রাধা-কৃষ্ণের বিগ্রহকে একনজর দেখা এবং পাপমোচন করে পুণ্যের আশায় বিভিন্ন স্থান থেকে হাজারও নারী-পুরুষ ও ভক্তদের আগমন ঘটেছে মেলা শুরু হওয়ার ২-৩ দিন আগে থেকে।
ঐতিহাসিক শ্রী শ্রী কান্তজিউ রাস মেলায় বিশেষ নিরাপত্তা বলয় নিশ্চিত করার লক্ষ্যে এরই মধ্যে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে কঠোর পদক্ষেপ।
রোববার বিকাল ৫টার দিকে মাসব্যাপী মন্দির চত্বরে রাস মেলার আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানে রাজ দেবোত্তর এস্টেটের এজেন্ট রণজিৎ কুমার সিংহের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন দিনাজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) দেবাশীষ চৌধুরী।
এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. আমিনুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মাঈদুল ইসলাম, কাহারোল থানা অফিসার ইনচার্জ মো. ফারুকুল ইসলামসহ জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের কর্মকর্তাগণ।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available