• ঢাকা
  • |
  • শনিবার ১৩ই পৌষ ১৪৩১ রাত ০১:১২:৫২ (28-Dec-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শনিবার ১৩ই পৌষ ১৪৩১ রাত ০১:১২:৫২ (28-Dec-2024)
  • - ৩৩° সে:

জাতীয়

১৫ দিনে রিজার্ভ বাড়ল ৩৬ কোটি ডলার

২৯ নভেম্বর ২০২৪ সকাল ০৮:০৯:৫৯

১৫ দিনে রিজার্ভ বাড়ল ৩৬ কোটি ডলার

নিজস্ব প্রতিবেদক: চলতি মাসের ১৫ দিনে ৩৫ কোটি ৫৯ লাখ ডলার বৈদেশিক মুদ্রার রিজার্ভ  বেড়েছে। আইএমএফের হিসাব পদ্ধতি বিপিএম৬ অনুযায়ী, হালনাগাদ রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে এক হাজার ৮৭৩ কোটি ৫৯ লাখ ৭০ হাজার ডলারে।

২৮ নভেম্বর বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের সবশেষ এক প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা জানানো হয়, এ ধারা অব্যাহত থাকলে আগামী দেড় মাসের মধ্যে রিজার্ভের পরিমাণ ২০ বিলিয়ন ডলার স্পর্শ করবে।

এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (আকু) দুই মাসের বিল পরিশোধের পর নভেম্বরের মাঝামাঝিতে ১৯ বিলিয়ন ডলারের নিচে নেমে আসে বৈদেশিক মুদ্রার রিজার্ভ। আকুর বিল পরিশোধ শেষে রিজার্ভের পরিমাণ দাঁড়ায় এক হাজার ৮৪৩ কোটি ৭০ হাজার ডলার বা ১৮ দশমিক ৪৩ বিলিয়ন ডলার। কিন্তু, প্রবাসী আয় ধারাবাহিকভাবে বজায় থাকায় বৈদেশিক মুদ্রার রিজার্ভ আবার বাড়তে শুরু করেছে। সবশেষ হালনাগাদ তথ্য অনুযায়ী, ২৮ নভেম্বর রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৮৭৩ কোটি ৫৯ লাখ ৭০ হাজার ডলার।

একই সময় বৈদেশিক মুদ্রায় গঠিত বিভিন্ন তহবিলসহ মোট রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে দুই হাজার ৪৪৫ কোটি ৬২ লাখ ১০ হাজার ডলার। তবে, নিট রিজার্ভের পরিমাণ এখনও ১৪ বিলিয়ন ডলারের নিচে।

প্রসঙ্গত, প্রতি দুই মাস পরপর আকুর বিল পরিশোধ করতে হয়। যার পরিমাণ প্রায় দুই বিলিয়ন ডলার। কম প্রয়োজনীয় বা বিলাসী পণ্য আমদানি নিয়ন্ত্রণ করার ফলে আমদানি ব্যয় কমে আসে। এর প্রভাব পড়ে আকু অঞ্চলের রিজার্ভেও। সেপ্টেম্বর-অক্টোবর দুই মাসে বাংলাদেশকে এক দশমিক ৫০ বিলিয়ন ডলার পরিশোধ করতে হয়েছে।

নভেম্বর-ডিসেম্বরের আকু অঞ্চলের আমদানি বিল পরিশোধ করতে হবে জানুয়ারি মাসের মাঝামাঝিতে। সে সময় বৈদেশিক মুদ্রার রিজার্ভ আবার দেড় বিলিয়ন ডলার কমবে। অবশ্য তার আগে বর্তমান রিজার্ভ বেড়ে আবার ২০ বিলিয়ন ডলার স্পর্শ করবে বলে আশা করা হচ্ছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

আমতলীতে দুর্ধর্ষ ডাকাতি, আহত ২
২৭ ডিসেম্বর ২০২৪ রাত ০৮:১২:৫৬

বাগেরহাটে ফেনসিডিল-বিদেশি মদসহ যুবক আটক
২৭ ডিসেম্বর ২০২৪ রাত ০৮:০২:৩৬

কালীগঞ্জে ট্রলি-মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ১
২৭ ডিসেম্বর ২০২৪ সন্ধ্যা ০৭:৪৯:১৮

জাগপা’র সম্পাদক হলেন শিবপুরের এনামুল হক
২৭ ডিসেম্বর ২০২৪ সন্ধ্যা ০৭:৩৭:৩৫



বেগমগঞ্জে বিএনপির কর্মীকে নৃশংসভাবে হত্যা
২৭ ডিসেম্বর ২০২৪ সন্ধ্যা ০৭:০৯:৫৫


জামালপুরে ডাকাত সন্দেহে গণপিটুনিতে নিহত ১, আটক ২
২৭ ডিসেম্বর ২০২৪ সন্ধ্যা ০৬:৪০:২১