• ঢাকা
  • |
  • শুক্রবার ৮ই অগ্রহায়ণ ১৪৩১ সকাল ০৬:৪০:১০ (22-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ৮ই অগ্রহায়ণ ১৪৩১ সকাল ০৬:৪০:১০ (22-Nov-2024)
  • - ৩৩° সে:

রাজনীতি

জাতীয় পার্টি ৩০০ আসনে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে: রুহুল আমীন হাওলাদার

১৮ অক্টোবর ২০২৩ বিকাল ০৪:৪৯:৪০

জাতীয় পার্টি ৩০০ আসনে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে: রুহুল আমীন হাওলাদার

দুমকী (পটুয়াখালী) প্রতিনিধি: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সকল দলের অংশগ্রহণে একটি গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হবে এমনটাই আশা করেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী এবিএম রুহুল আমিন হাওলাদার। ১৮ অক্টোবর বুধবার দুপুর ১ টায় উপজেলার আঙ্গারিয়া ইউনিয়নে নিজ বাস ভবনে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

পূর্বের জোট বজায় রেখে আসন্ন নির্বাচনে জাতীয় পার্টি অংশ গ্রহণ করবে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আশা করছি পূর্বের জোটই বজায় থাকবে। তবে পার্টির  চেয়ারম্যান শীঘ্রই এ বিষয়ে নিশ্চিত করবেন। পটুয়াখালী -১ আসন থেকে তিনি নির্বাচন করবেন কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে সাবেক এ মন্ত্রী বলেন, এ মুহুর্তেই বলা যাচ্ছে না। পরিবেশ পরিস্থিতি এবং জোটের সার্বিক সিদ্ধান্তের ওপর এটা নির্ভর করছে। এসময় তিনি আরও বলেন, এ মুহূর্তে জাতীয় পার্টি ৩০০ আসনেই নির্বাচন করার প্রস্তুতি নিচ্ছে।

মতবিনিময় সভায় জেলা জাতীয় পার্টির সভাপতি (ভারপ্রাপ্ত) জাফর উল্লাহ হাওলাদার, সাধারণ সম্পাদক আবদুর রাজ্জাক, যুগ্ম সম্পাদক সেলিম মাহমুদসহ জেলা ও উপজেলার সর্বস্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এর আগে তিনি দুপুর ১২ টায় হেলিকপ্টারযোগে নিজ বাড়িতে আসেন। পরে উপজেলার আঙ্গারিয়া ইউনিয়নের একাধিকবারের নির্বাচিত চেয়ারম্যান মো. আবু মিয়ার জানাজায় অংশ গ্রহণ করেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু
২১ নভেম্বর ২০২৪ রাত ০৮:০৫:৩৩