• ঢাকা
  • |
  • শুক্রবার ৮ই অগ্রহায়ণ ১৪৩১ সকাল ০৯:০৩:১৪ (22-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ৮ই অগ্রহায়ণ ১৪৩১ সকাল ০৯:০৩:১৪ (22-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

সৈয়দপুর রেলওয়ে কারখানার চলছে একশ’ কোচ মেরামত কাজ

৩১ মে ২০২৪ সকাল ০৯:২৮:১০

সৈয়দপুর রেলওয়ে কারখানার চলছে একশ’ কোচ মেরামত কাজ

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর সৈয়দপুর রেলওয়ে কারখানার ক্যারেজ শপে চলছে কোচ মেরামত কাজ। পুরোপুরি অকেজো হয়ে যাওয়া কোচগুলো নতুন করে মেরামত করা হচ্ছে। একশো কোচ নানা রঙে সাজিয়ে তোলা হচ্ছে কারখানার ক্যারেজ শপে। রাজস্ব খাতের বাইরে প্রকল্পের আওতায় ওই কোচগুলো ভারী মেরামত বা পুনর্বাসন হচ্ছে।

জানা যায়, একশোটি পুরোপুরি ড্যামেজ কোচ মেরামতের জন্য সৈয়দপুর রেলওয়ে কারখানায় আনা হয়েছে। কোচগুলোর মধ্যে রয়েছে ব্রডগেজ (বড়) লাইনের ৫০টি ও মিটার গেজ (ছোট) লাইনের ৫০টি। কোচগুলোর সুপার স্ট্রাকচার খুলে দিয়ে সম্পূর্ণ অবকাঠামো নতুন করে তৈরি করা হচ্ছে।

কারখানা সূত্র জানায়, সৈয়দপুর রেলওয়ে কারখানায় রাজস্ব খাতের আওতায় প্রতিদিন দুটি করে কোচ মেরামত হয়ে থাকে। কারখানার অবসরপ্রাপ্ত দক্ষ শ্রমিক-কর্মচারীরা চুক্তিতে এ কাজ করছেন। একজন প্রকল্প পরিচালকের তদারকিতে চলতি বছরের শুরু থেকে এই প্রকল্পের কাজ চলছে। এরই মধ্যে ৩টি কোচ পুনর্বাসন হয়েছে।

গত ২৫ মে সৈয়দপুর রেলওয়ে কারখানা পরিদর্শন করেন বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক সরদার সাহাদাত আলী। এ সময় তিনি কোচগুলোর মান নিয়ে সন্তোষ প্রকাশ করেন বলে জানানো হয়।

সৈয়দপুর রেলওয়ে কারখানায় গেলে দেখা যায়, রেলের অবসরপ্রাপ্ত দক্ষ শ্রমিক-কর্মচারীরা প্রকল্পের অধীনে কাজ করছেন। রেলওয়ে শ্রমিক ইউনিয়ন কারখানা শাখার সম্পাদক শেখ রোবায়তুর রহমান বলেন, ড্যামেজ কোচগুলো নতুন হয়ে উঠছে।

এ বিষয়ে কথা হয় প্রকল্প পরিচালক ও পশ্চিমাঞ্চল রেলের প্রধান যন্ত্র প্রকৌশলী সাদেকুর রহমানের সঙ্গে। তিনি বলেন, নতুন অর্থবছরে আমরা সবগুলো কোচ পুনর্বাসন করে রেলের ট্রাফিক বিভাগে হস্তান্তর করতে পারবো। কোচগুলো হবে অত্যন্ত উন্নতমানের। এরই মধ্যে আমরা তিনটি কোচ পুনর্বাসন করেছি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



এস্পেয়ার বাংলাদেশের নেতৃত্বে জাফির-রাহাত
২২ নভেম্বর ২০২৪ সকাল ০৮:৩৭:২১