পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি: রেল পথ মন্ত্রণালয়ের মন্ত্রী মো. জিল্লুল হাকিম বলেছেন, নতুন করে জনবল নিয়োগ ও তাদের প্রশিক্ষণের মাধ্যমে রেল এগিয়ে নেয়া হবে। সেই সাথে রেলের টিকেট কালোবাজারি বন্ধে সকল সরকারি সংস্থা কাজ করছে।
১৭ ফেব্রুয়ারি শনিবার দুপুরে দিনাজপুরের পার্বতীপুরে অবস্থিত কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানা পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন।
এর আগে, ভোর ৫ টা ২০ মিনিটে ঢাকা থেকে কুড়িগ্রাম এক্মপ্রেস ট্রেনে পার্বতীপুরে আসেন মন্ত্রী। রেল পথ মন্ত্রণালয়ে দায়িত্ব পাওয়ার পর উত্তরে এটিই তার প্রথম সফর।
এ সময় সফর সঙ্গী হিসেবে রেল পথ মন্ত্রণালয়ের সচিব ড. হুমায়ুন কবির, সচিবের একান্ত সচিব মুহাম্মদ মহবুবুল হকসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। পরে মন্ত্রী পার্বতীপুর জংশন রেলওয়ে স্টেশনসহ বিভিন্ন স্থান পরিদর্শন করেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available