• ঢাকা
  • |
  • শুক্রবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ১২:৫২:৪৩ (22-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ১২:৫২:৪৩ (22-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

বিএনপি-জামায়াতের আমলে গোল্ডেন হ্যান্ডশেখের মাধ্যমে রেলকে স্থবির করে দিয়েছিল: রেলমন্ত্রী

১৯ ফেব্রুয়ারি ২০২৪ সকাল ০৮:৩৩:১৯

বিএনপি-জামায়াতের আমলে গোল্ডেন হ্যান্ডশেখের মাধ্যমে রেলকে স্থবির করে দিয়েছিল: রেলমন্ত্রী

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি: রেলমন্ত্রী বীর-মুক্তিযোদ্ধা জিল্লুল হাকিম বলেছেন, বিগত বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে গোল্ডেন হ্যান্ডশেখের মাধ্যমে রেলকে একেবারে স্থবির করে দিয়েছিল। আমাদের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা সেখান থেকে রেলকে টেনে তুলে রেলমন্ত্রনালয়কে পুনরুজ্জীবিত করেছে।

১৮ ফেব্রুয়ারি রোববার বেলা ১১টায় পাবনার ঈশ্বরদী শহরের ফতেহমোহাম্মপুরে অবস্থিত লোকোমোটিভ ডিজেল কারখানা পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

রেলমন্ত্রী বলেন, রেলওয়েতে আমাদের শ্রমিক সংকট রয়েছে। কারণ আমাদের দক্ষ জনশক্তি নাই। তাই দ্রুত লোক নিয়োগ করে ট্রেনিংয়ের মাধ্যমে রেলকে আধুনিকায়ন করে, জনগণের কাছে সবচেয়ে সস্তায় পরিবহণের সুযোগ পৌঁছে দেওয়ার জন্য প্রধানমন্ত্রী চেষ্টা করছেন। আমরা তার নির্দেশ মোতাবেক রেলপথ মন্ত্রনালয়কে স্মার্ট বাংলাদেশের সাথে তাল মিলিয়ে রেল উন্নয়নের চেষ্টা করছি।

এ সময় উপস্থিত ছিলেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব ড. মো. হুমায়ুন কবির, পাবনা-৪ আসনের সংসদ সদস্য গালিবুর রহমান শরীফ, পশ্চিমাঞ্চল রেলওয়ের মহা-ব্যবস্থাপক অসীম কুমার তালুকদার, প্রধান প্রকৌশলী আসাদুল হক, পাকশী বিভাগীয় রেলওয়ের ব্যবস্থাপক শাহ সুফী নুর মোহাম্মদ, পাবনা পুলিশ সুপার আকবর আলী মুন্স, অতিরিক্ত পুলিশ মাসুদ আলম, ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা সুবীর কুমার দাস, ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম, ঈশ্বরদী প্রেসক্লাব সভাপতি মোস্তাক আহমেদ কিরণসহ পাকশী বিভাগীয় রেলওয়ের সকল দফতরের কর্মকর্তা, রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্য ও রেলওয়ে কর্মচারীরা।

এর আগে, সকালে লোকোমোটিভ কারখানায় পৌঁছালে সেখানে মন্ত্রীকে ফুলের শুভেচ্ছা জানান পাবনা জেলা প্রশাসন, ঈশ্বরদী উপজেলা প্রশাসন, বিভাগীয় রেলওয়ে কর্মকর্তা ও শ্রমিকলীগ নেতৃবৃন্দ।

পরে রাজশাহী ও পাকশী রেলওয়ে শ্রমিকলীগের নেতাকর্মী ফুলের শুভেচ্ছা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করেন। এসময়ে শ্রমিকলীগ নেতাকর্মীরা ১৩ দফা দাবির স্মারকপত্র প্রদান করেন। পরে মন্ত্রী পাকশী বিভাগীয় রেলওয়ে ম্যানেজার কক্ষে এক মতবিনিময় সভায় অংশ নেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু
২১ নভেম্বর ২০২৪ রাত ০৮:০৫:৩৩