• ঢাকা
  • |
  • শুক্রবার ৮ই অগ্রহায়ণ ১৪৩১ সকাল ০৮:১৭:৫৫ (22-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ৮ই অগ্রহায়ণ ১৪৩১ সকাল ০৮:১৭:৫৫ (22-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

মাটি খুঁড়ে মিললো বিপুল পরিমাণ কাটা রেল লাইন

১৩ অক্টোবর ২০২৩ সকাল ০৮:০৫:১৪

মাটি খুঁড়ে মিললো বিপুল পরিমাণ কাটা রেল লাইন

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের পার্বতীপুরে বিপুল পরিমাণ চুরি যাওয়া রেল লাইনসহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। ১২ অক্টোবর বৃহস্পতিবার রাত ১২টার দিকে উপজেলার রামপুর ইউনিয়ন থেকে রেল লাইনের এসব কাটা অংশ উদ্ধার করা হয়।

মাটির নিচে বিপুল পরিমাণ কাটা রেল লাইন রাখা হয়েছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে দিনব্যাপী ওই গ্রামে গোয়েন্দা তৎপরতা চালায় রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্যরা। ঘটনার সত্যতা পেয়ে বৃহস্পতিবার রাত ৮টায় রেল লাইন রাখার বিষয়টি রেলওয়ে নিরাপত্তা বাহিনীর ইনচার্জ আহসান হাবিবকে অবগত করেন তারা। বিষয়টি জানানো হলে পার্বতীপুর রেল থানার সাব ইন্সপেক্টর সাজিদ হাসান ফোর্সসহ আরএনবি সদস্যদের নিয়ে ঘটনাস্থলে হাজির হন। এসময় রামপুর ইউনিয়নের রঘুনাথপুর ঘাটপাড়া গ্রামের বাবু রামের ছেলে রনজিত রায়ের বাড়িতে তল্লাশি চালায় অভিযানিক দল। চার ঘণ্টার অভিযানে বাড়ির পাশের মাটির নিচ থেকে ৪ ফিট সাইজের ৮৮ পিস কাটা রেল লাইন ও ৬ ইঞ্চি দৈর্ঘের ১০টি কাটা লাইন উদ্ধার করা হয়। সেই সাথে অবৈধ মজুদের অভিযোগে বাড়ির মালিক রনজিত রায় (৩২)কে গ্রেফতার করা হয়।

পার্বতীপুর রেলওয়ে নিরাপত্তা বাহিনীর ইনচার্জ আহসান হাবিব বলেন, আরএনবি তিন সদস্য গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মালামাল উদ্ধার করেছে।

পার্বতীপুর রেল থানার সাব ইন্সপেক্টর সাজিদ হাসান জানান, রেলের মালামাল উদ্ধারের জন্য আরএনবি আমাদের ইনচার্জ আমাদের সহযোগিতা চান। ফোর্সসহ ঘটনাস্থলে গিয়ে কাটা লাইন উদ্ধার করা হয়। সেই সাথে বাড়ির মালিককে গ্রেফতার করে থানায় নিয়ে আসা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ










ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু
২১ নভেম্বর ২০২৪ রাত ০৮:০৫:৩৩