• ঢাকা
  • |
  • রবিবার ১০ই অগ্রহায়ণ ১৪৩১ দুপুর ০১:৩২:১২ (24-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • রবিবার ১০ই অগ্রহায়ণ ১৪৩১ দুপুর ০১:৩২:১২ (24-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

টাঙ্গাইলে সিজার করতে গিয়ে জরায়ু কেটে ফেলায় গৃহবধূর মৃত্যু, মরদেহ নিয়ে এলাকাবাসীর মানববন্ধন

৪ ফেব্রুয়ারি ২০২৪ সকাল ১০:৫৬:৫৪

টাঙ্গাইলে সিজার করতে গিয়ে জরায়ু কেটে ফেলায় গৃহবধূর মৃত্যু, মরদেহ নিয়ে এলাকাবাসীর মানববন্ধন

টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইল শহরের নতুন বাসস্ট্যান্ড এলাকার মানবসেবা হাসপাতালে সিজার করতে গিয়ে জরায়ু কেটে ফেলায় এক গৃহবধূর মৃত্যুর ঘটনায় নিহতের মরদেহ নিয়ে মানববন্ধন করেছে এলাকাবাসী।

৩ ফেব্রুয়ারি শনিবার সকালে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই গৃহবধুর মৃত্যু হয়। পরে দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে নিহত গৃহবধূর মরদেহ নিয়ে মানববন্ধন করে এলাকাবাসী। এ সময় তারা মানবসেবা হাসপাতাল কর্তৃপক্ষ এবং ডা. খন্দকার মনিরার শাস্তির দাবি জানান।

এর আগে গত ১ ফেব্রুয়ারি বৃহস্পতিবার দুপুরে গৃহবধূ সাবিনাকে সিজার করার জন্য শহরের নতুন বাসস্ট্যান্ড এলাকায় মানবসেবা হাসপাতালে ভর্তি করা হয়। বিকেলে ডা. খন্দকার মনিরা গৃহবধূর সিজার করার সময় ভুল করে জরায়ু কেটে ফেলেন। বিষয়টি স্বজনদের না জানিয়ে তড়িঘড়ি করে অ্যাম্বুলেন্স ভাড়া করে রাতে দ্রুত ঢাকা পাঠানোর ব্যবস্থা করে স্বজনদের চলে যেতে বলেন। ওই রাতেই ঢাকায় নেওয়ার পর স্বজনরা জানতে পারেন গৃহবধূ সাবিনার জরায়ু কেটে ফেলা হয়েছে।

এ খবর ছড়িয়ে পড়লে ২ ফেব্রুয়ারি শুক্রবার বিকেলে ওই হাসপাতালের চিকিৎসক ডা. খন্দকার মনিরার শাস্তির দাবিতে স্থানীয় এলাকাবাসী বিক্ষোভ মিছিল নিয়ে হাসপাতালটি ঘেরাও করে। এ সময় হাসপাতালের স্টাফদের সাথে বিক্ষোভকারীদের হাতাহাতির ঘটনা ঘটে। এরপর হাসপাতালের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

পরে ঢাকার হাসপাতালে রোগীর মৃত্যু হলে ৩ ফেব্রুয়ারি শনিবার দুপুরে গৃহবধূ সাবিনা হত্যার বিচার ও জড়িতদের শাস্তির দাবিতে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে গৃহবধূর মরদেহ নিয়ে মানববন্ধন করেন এলাকাবাসী ও স্বজনরা।

ক্লিনিক বন্ধ থাকায় অভিযুক্ত চিকিৎসক ও ক্লিনিক কর্তৃপক্ষের বক্তব্য নেয়া যায়নি।

এ বিষয়ে টাঙ্গাইল ক্লিনিক মালিক সমিতির সভাপতি শিবলী সাদিক বলেন, আমরা ভুক্তভোগী পরিবারকে সহায়তা নিয়ে দেয়ার আশ্বাস দিয়েছিলাম। তবে ওই পরিবার সেই আশ্বাস উপেক্ষা করে ক্লিনিকে হামলা ও ভাংচুর চালিয়েছে। এছাড়াও তারা বিচারের দাবিতে প্রশাসনের হস্তক্ষেপ কামনায় মানববন্ধন করেছে। বিষয়টি এখন আমাদের সমাধানের পর্যায়ে নেই।

এ বিষয়ে টাঙ্গাইলের ডেপুটি সিভিল সার্জন ডা. মুহম্মদ আজিজুল হক জানান, ভুল চিকিৎসায় গৃহবধূ মৃত্যুর কোনো অভিযোগ পাইনি। পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


আজ আহমদুল কবিরের ২১ তম মৃত্যুবার্ষিকী
২৪ নভেম্বর ২০২৪ দুপুর ০১:০৩:০১







নতুন লুকে বিদ্যা সিনহা মিম
২৪ নভেম্বর ২০২৪ দুপুর ১২:১০:২১

শার্শায় বিএনপির বিশাল জনসভা অনুষ্ঠিত
২৪ নভেম্বর ২০২৪ দুপুর ১২:০৪:৪০