• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ০৯:৪৩:৫১ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ০৯:৪৩:৫১ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

মতামত

র‍্যাগিং নয়, বন্ধুত্বই হোক পরিচয়

৩১ অক্টোবর ২০২৪ দুপুর ১২:০৯:২৪

র‍্যাগিং নয়, বন্ধুত্বই হোক পরিচয়

অধ্যাপক ড. মো. ফজলুল করিম: র‍্যাগিংয়ের বাংলা হতে পারে উত্তাল, প্রচণ্ড, তীব্র বা বিক্ষুব্ধ। অন্যভাবে বলতে গেলে, এটি এমন একটি আচরণ, যেখানে কোনো কিছুতে প্রচণ্ড মাত্রায় বাড়াবাড়ি করা হয়। বাড়াবাড়ি শব্দটি এক ধরনের চরমপন্থার সাথে সম্পর্কিত। বলা যায়, র‍্যাগিং এবং চরমপন্থা দুটোই ভয়ের অনুভূতি জাগায়।

বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা র‍্যাগিং শব্দটির সাথে বেশ পরিচিত। বিশেষ করে জুনিয়ররা বা প্রথম বর্ষের ছাত্ররা এই র‍্যাগিং নিয়ে প্রচণ্ড ভয়ে থাকে। অনেক সময়, সিনিয়ররা নতুনদের সাথে পরিচিত হওয়ার উদ্দেশ্যে বাড়াবাড়ি করে বসে, যা সমস্যার সৃষ্টি করে।

এনজাইমোলজিতে সবচেয়ে ব্যবহৃত শব্দগুলোর মধ্যে একটি হলো “প্রক্সিমিটি”। আস্তে আস্তে কাছে আসার পর এনজাইম ও সাবস্ট্রেটের মধ্যে বন্ধুত্ব গড়ে ওঠে। মাঝে মাঝে এই কাছাকাছি আসার প্রক্রিয়ায় তাপের মতো বাহ্যিক শক্তি প্রয়োগ করা হয়, যা কখনও বিস্ফোরণের আশঙ্কাও তৈরি করে। বেশি তাপ দিলে দুর্ঘটনার ঝুঁকি থাকে। তাই বিজ্ঞানে “অপটিমাল” শব্দটি ব্যবহৃত হয়, যার মানে— না খুব বেশি, না খুব কম।

সিনিয়রদের উচিত জুনিয়রদের সাথে পরিচিত হওয়ার সময় এই “অপটিমাল” পন্থা অবলম্বন করা, যাতে তারা ভয় না পায়। নিজেদের আবেগ নিয়ন্ত্রণে রাখা প্রয়োজন, যাতে জুনিয়ররা সিনিয়রদের আচরণ আক্রমণাত্মক মনে না করে। কোনো রকম জোর খাটানো থেকে বিরত থাকা উচিত, যাতে তারা বিশ্ববিদ্যালয়ে ক্লাস করতে আসতেও ভয় না পায়।

নতুন ছাত্ররা যখন বিশ্ববিদ্যালয়ে আসে, তখন তারা নতুন পরিবেশে নিজেকে অসহায় মনে করে। তারা অনেক ক্ষেত্রে সিনিয়রদের সহযোগিতা প্রত্যাশা করে। থাকার জায়গা থেকে শুরু করে ক্লাসের নোট পর্যন্ত— সবকিছুতেই তারা সিনিয়রদের উপর নির্ভরশীল থাকে। সেজন্য সিনিয়রদের দায়িত্ব বেশি। নতুনদের জন্য একটি আরামদায়ক পরিবেশ তৈরি করা বড়দের কর্তব্যের মধ্যে পড়ে।

বিশ্ববিদ্যালয়ের সময়টা এক অনন্য অভিজ্ঞতা। এটি আবেগের সময়। তবে, এই আবেগ যেন নিয়ন্ত্রণে থাকে। আচরণে যেন কোমলতা ও নমনীয়তা থাকে, যাতে ছোটরা বুঝতে পারে যে বিশ্ববিদ্যালয় একটি বৈচিত্র্যময় স্থান। তাদের যেন কঠোর নিয়মের বেড়াজালে আটকে না ফেলা হয়। তাদের ভুলগুলো যেন পরম মমতায় শুধরে দেওয়া হয়।

আমাদের নতুন বাংলাদেশ শুরু হয়েছে। নতুন এই সময়ে আমাদের মানসিকতার পরিবর্তন কাম্য। আমরা বলতে পারি— “র‍্যাগিং নয়, বন্ধুত্বই হোক পরিচয়।”

লেখক: পরিচালক, শিক্ষার্থী কল্যাণ ও পরামর্শ কেন্দ্র, মাভাবিপ্রবি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু
২১ নভেম্বর ২০২৪ রাত ০৮:০৫:৩৩