• ঢাকা
  • |
  • শনিবার ৯ই অগ্রহায়ণ ১৪৩১ সন্ধ্যা ০৭:০৩:৩২ (23-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শনিবার ৯ই অগ্রহায়ণ ১৪৩১ সন্ধ্যা ০৭:০৩:৩২ (23-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

ময়মনসিংহে র‍্যাবের অভিযানে চাঞ্চল্যকর ক্লুলেস হত্যা মামলার ২ আসামী গ্রেফতার

১৬ সেপ্টেম্বর ২০২৪ সন্ধ্যা ০৬:০৯:৫৮

ময়মনসিংহে র‍্যাবের অভিযানে চাঞ্চল্যকর ক্লুলেস হত্যা মামলার ২ আসামী গ্রেফতার

ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকা থানার চাঞ্চল্যকর ক্লুলেস অটোরিকশা চালক হত্যা মামলার প্রধান দুই আসামী মোহাম্মদ রবিন (২৩) ও কবির হোসেন (৩৫)-কে মামলা রুজুর ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার করেছে র‍্যাব-১৪।

১৬ এপ্রিল সোমবার দুপুরে র‍্যাব ১৪-এর কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সামসুজ্জামান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

র‍্যাব জানায় গত ১৪ সেপ্টেম্বর শনিবার দুপুরে গ্রেফতার আসামীদ্বয় নিহত খালেদ সাইফুল্লাহর অটোরিকশা ভালুকা বাসস্ট্যান্ড থেকে রান্ধিয়া যাওয়ার উদ্দেশ্যে ভাড়া করে। পরে রান্ধিয়া মুন্সীবাড়ি ব্রিজ সংলগ্ন এলাকায় পৌঁছামাত্র ধৃত আসামী কবির হোসেন (৩৫) নিহত খালেদ সাইফুল্লাহকে পেছন থেকে চাকু দিয়ে পেটে আঘাত করে। অত:পর আসামী মোহাম্মদ রবিন গাড়ি থামায় এবং নিহত খালেদ সাইফুল্লাহকে গাড়ি থেকে নামিয়ে রাস্তার পাশে ধরে রাখে। পরবর্তীতে আসামী কবির হোসেন (৩৫) আহত ভিকটিম খালেদ সাইফুল্লাহকে ছুরি দিয়ে পরপর বেশ কয়েকটি আঘাত করে এবং একপর্যায়ে গলায় ছুরিকাঘাত করে। ভিকটিকমের মৃত্যু নিশ্চিত হওয়ার পর আসামীদ্বয় অটোরিকশা নিয়ে পালিয়ে যায়।

ঘটনার পর গ্রেফতার এড়ানোর লক্ষ্যে আসামীরা দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপনে থাকে। এরই প্রেক্ষিতে বিভিন্ন তথ্য উপাত্ত সংগ্রহ ও বিশ্লেষণের মাধ্যমে র‍্যাব-১৪, সিপিএসসি কোম্পানির একটি আভিযানিক দল ইং আজ ভোরে জেলার গফরগাঁও থানার সালটিয়া এলাকায় এবং ভালুকা থানাধীন ভান্ডাব এলাকায় দুটি অভিযান পরিচালনা করে আসামীদের গ্রেফতার এবং ছিনতাইকৃত অটোরিকশার তিনটি ব্যাটারি উদ্ধার করে।

গ্রেফতার আসামীরা ভালুকা উপজেলার ভান্ডাব এলাকার বাসিন্দা বলে জানায় র‍্যাব।

নিহত মো: খালেদ সাইফুল্লাহ (২৮) ভালুকা থানার কাঠালী পল্লীবিদ্যুৎ এলাকায় জেসমিন আক্তারের বাসায় স্বপরিবারে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতো এবং ভালুকা বাজার ও এর আশেপাশের এলাকায় অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতো।

ধৃত আসামী এবং উদ্ধারকৃত আলামত ভালুকা থানার মামলার তদন্তকারী কর্মকর্তার নিকট হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাব। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ









শীতে চুল ও দাড়ির যত্ন নিবেন যেভাবে
২৩ নভেম্বর ২০২৪ দুপুর ০২:১০:১৮