• ঢাকা
  • |
  • শুক্রবার ৮ই অগ্রহায়ণ ১৪৩১ সকাল ০৬:২৫:১৮ (22-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ৮ই অগ্রহায়ণ ১৪৩১ সকাল ০৬:২৫:১৮ (22-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

লালমনিরহাটে টিকেট কালোবাজারি চক্রের ২ সদস্য আটক

১৭ জুন ২০২৪ সকাল ১০:১১:০৫

লালমনিরহাটে টিকেট কালোবাজারি চক্রের ২ সদস্য আটক

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাট জেলার কালীগঞ্জ থানা থেকে টিকেট কালোবাজারি চক্রের প্রধান ২ সদস্য নুরুজ্জামান ও জাহাঙ্গীর আলমকে আটক করেছে র‍্যাব ১৩।

১৫ জুন শনিবার উপজেলার চাপারহাট এলাকায় র‌্যাব বিশেষ অভিযান পরিচালনা করে কালোবাজারিকালে তাদের হাতেনাতে আটক করে।

আটকরা হলো- কালীগঞ্জ উপজেলার উত্তর বত্রিশ হাজারি গ্রামের মৃত জহুরুল ইসলামের ছেলে  মো. নুরুজ্জামান বাবু এবং রংপুর মেট্রোপলিটনের খেড়বাড়ি আলমনগর এলাকার লকাই মিয়ার ছেলে  মো. জাহাঙ্গীর আলম।

র‍্যাব জানায়, ঈদুল ফিতর ও ঈদুল আযহা, দুই ঈদেই সাধারণ জনগণ ছুটি কাটাতে তাদের পরিবারের কাছে যায়। উত্তর বঙ্গের লোকজনের যাতায়াতের প্রধান মাধ্যম হচ্ছে ট্রেন। তারা ট্রেনে যাতায়াতের মাধ্যমে স্বাচ্ছন্দ্যবোধ করে। কিন্তু টিকেট বিক্রি শুরু হওয়ার সাথে সাথেই টিকেট কালোবাজারি চক্রের কারণে টিকেট অনলাইনে আসার সাথে সাথে বুক হয়ে যায় এবং পরবর্তীতে তারা এই টিকেট কালোবাজারি করে অনেক বেশি দামে বিক্রি করে।

র‌্যাব আরও জানায়, বিশেষ অভিযানে জেলার কালীগঞ্জ থানার চাপারহাট বাজারস্থ রবীন মার্কেটের জনৈক মো. বাবুলের মায়া ঘড়ি ভবন দোকানের সামনে রাত সাড়ে দশটার দিকে চক্রের প্রধান দুই সদস্যকে আটক করে র‌্যাব সদস্যরা। এ সময় তাদের কাছ থেকে টিকেট কালোবাজারি কাজে ব্যবহৃত একটি অ্যান্ড্রোয়েড মোবাইল ও একটি বাটন মোবাইল এবং ২০টি ট্রেনের টিকেট উদ্ধার করা হয়।

এছাড়াও তাদের নিকট হতে উদ্ধারকরা মালামাল প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে পরীক্ষা করে দেখা গেছে, তারা টিকেট কালোবাজারি চক্রের সাথে জড়িত। তাদের ব্যবহৃত কম্পিউটার এবং মোবাইলে টিকেট কালোবাজারির সব ধরনের তথ্য ও অনলাইন টিকেট পাওয়া যায়।

র‍্যাব-১৩ এর উপ-পরিচালক (মিডিয়া) স্কোয়াড্রন লিডার মাহমুদ বশির আহমেদ বলেন, আটকদের বিরুদ্ধে মামলা দায়েরের পর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু
২১ নভেম্বর ২০২৪ রাত ০৮:০৫:৩৩