কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি: মহান বিজয় দিবস উপলক্ষ্যে কিশোরগঞ্জের কটিয়াদীতে বিজয় র্যালি করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
১৬ ডিসেম্বর সোমবার সকাল ১০টায় কটিয়াদী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে সংগঠনটির উপজেলা শাখার উদ্যোগে বিজয় র্যালি শুরু হয়। র্যালিটি কটিয়াদী বাজারের মূল সড়ক প্রদক্ষিণ শেষে বাসস্ট্যান্ড গোলচত্বর এসে উপজেলা আমির অধ্যাপক মোজাম্মেল হক জোয়ার্দারের সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে শেষ হয়।
র্যালিটির নেতৃত্ব দেন জেলা জামায়াতের রাজনৈতিক সেক্রেটারি ও পাকুন্দিয়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যাপক আজিজুল হক কাজল, জেলা জামায়াতের ইউনিট সদস্য অধ্যাপক রফিকুল ইসলাম খালেদ, জেলা (দক্ষিণ) ছাত্রশিবিরের সভাপতি হাসান আল মামুন, উপজেলা জামায়াতের নায়েবে আমির সায়েদুল হক বিএসসি ও উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মাহমুদুল হাসান প্রমুখ।
বিজয় র্যালিতে অংশ নেওয়া নেতাকর্মীদের জামায়াত শিবির জনতা, গড়ে তোলা একতা, ফ্যাসিবাস নিপাত যাক, গণতন্ত্র মুক্তি পাক, ফাঁসি ফাঁসি ফাঁসি চাই, খুনি হাসিনার ফাঁসি চাই, এই বাংলায় হবে না, বৈষম্যের ঠিকানা, দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, ভারতীয় আগ্রাসন, রুখে দাও রুখে দাও সহ বিভিন্ন স্লোগান ও প্ল্যাকার্ড প্রদর্শন করতে দেখা যায়।
দীর্ঘ ১৫ বছর পর বাধাহীনভাবে বিজয় র্যালি করতে পেরে আনন্দ প্রকাশ করে জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ বলেন, বিগত ১৬ বছর ধরে আওয়ামী লীগ সরকার আমাদের বিজয় র্যালি পর্যন্ত করতে দেয়নি। তারা গণতন্ত্রকে হত্যা করেছিল। বিরোধী মত দমন করতে আগ্রাসী মনোভাব ছিল তাদের। এ বছর বিজয় র্যালি করতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেন জামায়াত ও শিবিরের নেতৃবৃন্দ।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available