লংগদু (রাঙ্গামাটি) প্রতিনিধি: রাঙ্গামাটির লংগদু রাজনগর ব্যাটালিয়ন তেমাথা বিজিবি ক্যাম্পের ৭ নম্বর পোস্টের জায়গা রক্ষণাবেক্ষণের সুযোগে স্থানীয় লেন্সন চাকমার বিরুদ্ধে দখলে নেয়ার অভিযোগ উঠেছে ।
বিজিবি সূত্রে জানা যায়, ১৯৮৪ সালে পাহাড়ে শান্তি-সম্প্রীতি বজায় রাখতে বিজিবির দায়িত্বপূর্ণ এলাকাগুলোতে বিজিবি এবং ভিডিপি পোস্ট তৈরী করা হয়। যে সব পোস্টগুলো এখনো বিভিন্ন অভিযানের ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে।
বর্তমানে কিছু অসাধু চক্র নামে-বেনামে পোস্টের জায়গা দখল করার চেষ্টা করছে।
এই বিষয়ে গুলশাখালী ইউনিয়নের ৮নং ওয়ার্ডের তেমাথা বিজিবি ক্যাম্পের ৭নম্বর পোস্টের জায়গার পাশে থাকা লেন্সন চাকমা বলেন, বিজিবির সাথে কথা বলে এ জাগাতে চাষাবাদ করে যাচ্ছি আমি। জায়গাটির মালিক সে নিজে না বলেও জানায় লেন্সন চাকমা। সে আর বলে, জায়গাটির রক্ষণাবেক্ষণের পাশাপাশি আমি চাষাবাদ করছি। এই জায়গা আমার নামের নয়, আমি মালিকও নিই। রক্ষণাবেক্ষণ করতে গিয়ে চারা রোপন করেছি তাই আমি বাধা দিচ্ছি। আমি জানি এখানে বিজিবির ৭নম্বর পোস্ট ছিলো।
কিন্তু জায়গা বিক্রেতা আব্বাস আলীকে জিজ্ঞেসবাদ করলে তিনি বলেন, আমি জায়গা বিক্রি করিনি। আমিও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে (ভিডিপি) চাকরী করছি। সেই সুবাদে এই পোস্টে আমিও ডিউটি করেছি। আমি একজনকে এমনিতেই চাষাবাদ করতে বলেছি।
এদিকে স্থানীয় হেডম্যান এবং জনসাধারণ বলেন, ১৯৮৪ থেকে এ জায়গায় বিজিবির ৭ নম্বর পোস্ট হিসেবে সকলে চিনে এবং জানে। কিন্তু বর্তমানে অসাধু লোকজন বিভিন্ন স্থানে ক্যাম্পের জায়গাগুলো দখলের চেষ্টা করছে। এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া দরকার।
গুলশাখালী ইউনিয়নের ৮নং ওয়ার্ডের হেকিম মেম্বার বলেন, আমি নিজেই গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্য ছিলাম, আমরা এই ৭ নম্বর পোস্টে ডিউটি করেছি। এ জায়গায় বিভিন্ন জন এসে মালিকানা দাবী করে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available