• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১০ই পৌষ ১৪৩১ সন্ধ্যা ০৬:২৮:১৫ (24-Dec-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • মঙ্গলবার ১০ই পৌষ ১৪৩১ সন্ধ্যা ০৬:২৮:১৫ (24-Dec-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

কুমিল্লায় মুক্তিযোদ্ধার গলায় জুতার মালা পড়িয়ে লাঞ্ছনা

২৩ ডিসেম্বর ২০২৪ দুপুর ০২:০১:২৫

কুমিল্লায় মুক্তিযোদ্ধার গলায় জুতার মালা পড়িয়ে লাঞ্ছনা

কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লা জেলার চৌদ্দগ্রামে বীর মুক্তিযোদ্ধা আবদুল হাই কানুর গলায় জুতার মালা দিয়ে লাঞ্ছিত করেছে স্থানীয় লোকজন। ওই মুক্তিযোদ্ধার সঙ্গে রাতে কথা বলে বিষয়টি নিশ্চিত করেছেন চৌদ্দগ্রাম থানার ওসি এটিএম আক্তারুজ্জামান।

২২ ডিসেম্বর রোববার দুপুরের দিকে চৌদ্দগ্রামের নিজ এলাকা কুলিয়ারা প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। রাতে জুতার মালা ও এলাকা ত্যাগ করার নির্দেশ দেওয়ার ১ মিনিট ৪৬ সেকেন্ডের একটি ভিডিও ফেসবুকে ভাইরাল হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, বীর মুক্তিযোদ্ধা কানু কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য। স্থানীয় এমপি মুজিবুল হকের সঙ্গে বিরোধে জড়িয়ে তার বিরুদ্ধে আগে একাধিক মামলা হয়েছিল। রোববার সকালে তাকে একা পেয়ে স্থানীয় ১০-১২ ব্যক্তি হেনস্তা করে গলায় জুতার মালা দেয়।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, প্রবাসী আবুল হাসেমের নেতৃত্বে অহিদ, রাসেল, পলাশসহ ১০ থেকে ১২ ব্যক্তি বীর মুক্তিযোদ্ধা কানুর গলায় জুতার মালা দেয় এবং এমনকি সে আর কুমিল্লায় থাকতে পারবেন না বলে লোকজন হুমকি প্রদান করছেন।

মুক্তিযুদ্ধা তার গলার জুতার মালা সরিয়ে এলাকায় আর আসবেন না বলেও জানান। তার ভিডিও ধারণ ও ছবি নেওয়া হয়। ভিডিওতে ওই ব্যক্তিদের বলতে শুনা যায়, এক গ্রাম লোকের সামনে মাফ চাইতে পারবেন? অন্যরা বলতে থাকেন তিনি কুমিল্লা আউট, এলাকা আউট, ছেড়ে দাও।

ওই মুক্তিযোদ্ধা সাংবাদিকদের বলেন, হঠাৎ আমাকে একা পেয়ে জোর করে ওরা জুতার মালা গলায় দিয়ে ভিডিও করেন। বিচার কার কাছে চাইব, মামলা দিয়ে আর কি হবে। আমাকে হেনস্তা করে এলাকা ছেড়ে চলে যেতে বলা হয়েছে এবং গ্রামবাসীর সামনে মাফ চাইতে বলা হয়েছে।

রাত সাড়ে ১১টার দিকে চৌদ্দগ্রাম থানার ওসি এটিএম আক্তারুজ্জামান বলেন, ঘটনার পর মুক্তিযোদ্ধা মোবাইল ফোনে বিষয়টি অবগত করেছিলেন। এ বিষয়ে তিনি অভিযোগ করবেন না বলেও জানান। তিনি অভিযোগ দেবেন কি না বিষয়টি এখনো নিশ্চিত বলা যাচ্ছে না।

ঘটনার বিষয়ে রাতে চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের আমির মো. মাহফুজুর রহমান বলেন, এ ঘটনার সঙ্গে স্থানীয় জামায়াতের কোনো সম্পৃক্ততা নেই। প্রবাসী আবুল হাসেম আমাদের দলের কেউ না। তবে সমর্থক কিংবা অনুসারী হলেও হতে পারে। এ বিষয়ে আরও খোঁজ খবর নেওয়া হচ্ছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

নারায়ণগঞ্জ জেলা বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা
২৪ ডিসেম্বর ২০২৪ সন্ধ্যা ০৬:২০:৫২







সবজি বাজারে ফিরেছে স্বস্তি, শংকায় কৃষক
২৪ ডিসেম্বর ২০২৪ বিকাল ০৫:৩৪:৪০


ধামরাইয়ে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
২৪ ডিসেম্বর ২০২৪ বিকাল ০৫:১৩:১৪