জ্যেষ্ঠ প্রতিবেদক: কর্মদিবসে রাজনৈতিক দলগুলোকে সভা-সমাবেশের নুমতি না দেওয়ার নির্দেশনা চেয়ে একটি লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। ৬ আগস্ট রোববার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সহ-সম্পাদক নূরে আলম উজ্জ্বল সরকার দেশের ৯টি রাজনৈতিক দলের সাধারণ সম্পাদক বরাবর এ নোটিশটি পাঠান।
নোটিশের জবাব না দেয়া হলে পরবর্তী আইনি পদক্ষেপ নেয়া হবে বলে জানিয়েছেন সুপ্রিম কোর্টের এ আইনজীবী।
নোটিশের বিষয়ে তিনি বলেন, বিএনপি এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ কয়েকটি রাজনৈতিক দল ছুটির দিনে সভা-সমাবেশ না করে কর্মদিবসে এ প্রোগ্রামগুলো করছে। এতে সাধারণ জনগণের ক্ষতি হচ্ছে। সংবিধান অনুযায়ী সাধারণ জনগণ সকল ক্ষমতার উৎস। কাজেই জনগণকে হয়রানি না করতে জনগনের পক্ষে এ লিগ্যাল নোটিশটি পাঠানো হয়েছে।
জানা যায়, এ আইনজীবী আওয়ামী লীগ সমর্থিত প্যানেল থেকে সুপ্রিম কোর্ট বারের আইনজীবী নেতা নির্বাচিত হয়েছেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available