• ঢাকা
  • |
  • শুক্রবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ ভোর ০৫:২৯:৫২ (22-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ ভোর ০৫:২৯:৫২ (22-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

নবাবগঞ্জে লিচু বিক্রয়ে ক্রেতাদের সাথে প্রতারণার অভিযোগ

২৩ মে ২০২৪ সকাল ১১:২৭:০৩

নবাবগঞ্জে লিচু বিক্রয়ে ক্রেতাদের সাথে প্রতারণার অভিযোগ

নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: বাজারে চলতি মৌসুমের লিচু কেনাবেচায় ধুম পড়েছে৷বিশেষ করে ঢাকার নবাবগঞ্জ চৌরাস্তা এলাকায় কয়েক সপ্তাহ ধরে লিচু বিক্রির ভিড় লক্ষ করা যাচ্ছে।

এসব লিচু শ’ হিসেবে বিক্রি করছেন ব্যবসায়ীরা। লিচুর কোনো মুঠোয় ৫০ পিস, আবার কোনো মুঠায় একশ’ পিস করে বাঁধা হয়েছে।

তবে ক্রেতাদের অভিযোগ, লিচু বিক্রেতেরা বলে দেন মুঠোতে একশ’ লিচু আছে। কিনে নেওয়ার পর কোনোটায় ৮০ আবার কোনোটাতে ৮৫ বা ৯০ পিস পাওয়া যায়।  

ক্রেতারা আরও অভিযোগ করে বলেন, চৌরাস্তা এলাকায় যেমন যানজট, তেমনি লিচুর দোকানগুলোতে ভিড় থাকে৷ ভিড়ের কারণে লিচু গুনে আনা সম্ভব হয় না৷ দোকানীদের কথায় আস্থা রেখে না গুনেই লিচু কিনতে হয়। সন্দেহ হলে বাসায় গিয়ে গণনার পর বেশিরভাগ ক্রেতাদের কেনা লিচু কম হয়। এসব প্রতারণা বন্ধ করতে স্থানীয় প্রশাসনকে বাজার মনিটরিং করার কথাও জানান তারা৷

লিচুর মুঠোয় একশ’ থাকার কথা বলা হলেও, সেখানে কম হওয়ার কারণ সম্পর্কে জানতে লিচু ব্যবসায়ীদের সাথে কথা বলতে চাইলে কেউ কোনো জবাব দেননি৷

উপজেলা সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আ. হালিম এশিয়ান টিভি অনলাইনকে বলেন, ‘যদি এ ধরনের প্রতারণা করে লিচু বিক্রি করে থাকে তাহলে অভিযান পরিচালনা করে ব্যবস্থা নেয়া হবে এবং সিন্ডিকেট করে কোনো ব্যবসা করার সুযোগ নেই৷ 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু
২১ নভেম্বর ২০২৪ রাত ০৮:০৫:৩৩