• ঢাকা
  • |
  • শুক্রবার ৫ই আশ্বিন ১৪৩১ সকাল ০৮:৪৫:৪৮ (20-Sep-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ৫ই আশ্বিন ১৪৩১ সকাল ০৮:৪৫:৪৮ (20-Sep-2024)
  • - ৩৩° সে:

আন্তর্জাতিক

লেবাননে রাতভর ইসরাইলি বিমান হামলা, নিহত অন্তত ৩০

২৮ জুলাই ২০২৪ সকাল ১১:২৪:৩৬

লেবাননে রাতভর ইসরাইলি বিমান হামলা, নিহত অন্তত ৩০

আন্তর্জাতিক ডেস্ক: লেবাননে থাকা হিজবুল্লার বিভিন্ন টার্গেট লক্ষ্য করে রাতভর বিমান হামলা চালিয়েছে ইসরাইলি বিমান বাহিনী। এতে অন্তত ৩০ জন নিহত হয়েছে, যাদের মধ্যে ১৫ জনই শিশু।

২৮ জুলাই রোববার এক প্রতিবেদনে মধ্যপ্রাচ্যভিত্তিক গণমাধ্যম আল জাজিরা এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনটিতে বলা হয়, ইসরাইলি বাহিনী লেবাননের কেন্দ্রীয় দেইর এল-বালাহে একটি ফিল্ড হাসপাতাল এবং আশ্রয়কেন্দ্র হিসাবে ব্যবহৃত একটি স্কুলে হামলা চালিয়ে ৩০ জনকে হত্যা করেছে, যাদের মধ্যে ১৫ শিশুও রয়েছে।

আক্রান্ত আল-আকসা হাসপাতালের একজন ডাক্তার হামলার ভয়াবহতার বর্ণনা দিয়ে একে ‘বিপর্যয়কর’ বলে বর্ণনা করেছেন।

ইসরাইলের অধিকৃত গোলান মালভূমিতে ১২ জনকে হত্যা করার জন্য হিজবুল্লাহকে একটি রকেট ছোড়ার জন্য অভিযুক্ত করার পরে ইসরাইলের সামরিক বাহিনী লেবাননের বিভিন্ন গ্রাম এবং শহরে শনিবার দিনগত রাতে বোমাবর্ষণ করে। যদিও গোলান মালভূমিতে হামলার ঘটনায় নিজেদের জড়িত থাকার বিষয়টি অস্বীকার করেছে হিজবুল্লাহ।

অপর দিকে রোববার বিবিসির এক প্রতিবেদনে ইসরাইলি বিমান বাহিনীর বরাত দিয়ে বলা হয়েছে, যে তারা লেবাননে হিজবুল্লাহ লক্ষ্যবস্তুতে আঘাত করেছে, ইসরাইল-অধিকৃত গোলান মালভূমিতে ফুটবল খেলার সময় রকেট হামলায় ১২ জনকে নিহত হওয়ার বদলা নিতেই মূলত লেবাননে হিজবুল্লাহর সাতটি লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালিয়েছে।

তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেছে কিনা তা নিশ্চিত করতে পারেনি ইসরাইলি বিমান বাহিনী।

এর আগে ইসরাইল-অধিকৃত গোলান মালভূমিতে হামলার ঘটনায় হিজবুল্লাহকে চরম মূল্য দিতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছিলেন ইসরাইলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু।

২৭ জুলাই শনিবার গোলান মালভূমির একটি ফুটবল মাঠে রকেট হামলা চালানো হয়। এতে শিশুসহ ১২ জন নিহত হয়েছেন।

হামলায় আহত হন আরও অন্তত ২৯ জন। মাজদাল শামস নামক একটি গ্রামে ওই হামলার ঘটনা ঘটে। লেবাননে ইসরাইলি হামলায় হিজবুল্লাহর চার সদস্য নিহত হওয়ার পরই এই হামলা চালানো হয়। ইসরাইলের দাবি লেবাননভিত্তিক হিজবুল্লাহ সংগঠন ওই হামলা চালিয়েছে। তবে হিজবুল্লাহ এই হামলার সঙ্গে সম্পৃক্ততার বিষয়টি অস্বীকার করে।

প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর কার্যালয় থেকে জারি করা এক বিবৃতি বলা হয়, নেতানিয়াহু স্থানীয় সম্প্রদায়ের নেতাকে বলেছেন ইসরাইল এই হত্যাকাণ্ডের জবাব না দিয়ে যাবে না এবং হিজবুল্লাহকে এজন্য কঠিন মূল্য দিতে হবে।

ইসরাইলি প্রধানমন্ত্রীর হুঁশিয়ারির পরই শনিবার রাতে লেবাননে ব্যাপক হামলা চালায় ইসরাইলি বিমান বাহিনী।

সূত্র: আল জাজিরা, বিবিসি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



পঞ্চগড়ে বিজিবির ফ্রি চিকিৎসাসেবা
২০ সেপ্টেম্বর ২০২৪ সকাল ০৮:১৮:১১



কুমিল্লায় ‘লিড দ্যা লিডারস’র নতুন কমিটি গঠন
২০ সেপ্টেম্বর ২০২৪ সকাল ০৮:০০:২৪

কুষ্টিয়া পৌরসভার ৩ কাউন্সিলর গ্রেফতার
২০ সেপ্টেম্বর ২০২৪ সকাল ০৭:৫২:৪৫

পদ্মার ভাঙনে জাতীয় গ্রিডের টাওয়ার নদীতে বিলীন
২০ সেপ্টেম্বর ২০২৪ সকাল ০৭:৫০:৪২


সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান গ্রেফতার
২০ সেপ্টেম্বর ২০২৪ সকাল ০৭:৪১:৫২