• ঢাকা
  • |
  • শুক্রবার ৫ই আশ্বিন ১৪৩১ সকাল ০৯:০০:২৬ (20-Sep-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ৫ই আশ্বিন ১৪৩১ সকাল ০৯:০০:২৬ (20-Sep-2024)
  • - ৩৩° সে:

আন্তর্জাতিক

বিমান হামলার জবাবে ইসরাইলে ৭০টির বেশি রকেট নিক্ষেপ করেছে হিজবুল্লাহ

২৫ আগস্ট ২০২৪ সকাল ১০:৩০:২৬

বিমান হামলার জবাবে ইসরাইলে ৭০টির বেশি রকেট নিক্ষেপ করেছে হিজবুল্লাহ

প্রতীকি ছবি

আন্তর্জাতিক ডেস্ক: ইসরাইল এবং লেবাননের হিজবুল্লাহ গোষ্ঠীর মধ্যে তুমুল লড়াই শুরু হয়েছে। লেবাননের ভেতর হিজবুল্লাহকে লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে ইসরাইলি সামরিক বাহিনী। জবাবে ইসরাইলকে লক্ষ্য করে ৭০টিরও বেশি রকেট ছুড়েছেন হিজবুল্লাহ যোদ্ধারা। যুদ্ধের শঙ্কায় বন্ধ করে দেওয়া হয়েছে তেল-আবিব বিমানবন্দর।

২৫ আগস্ট রোববার ইসরাইলি সামরিক বাহিনীর মুখপাত্র ড্যানিয়েল হাগারি বলেছেন, লেবাননে হিজবুল্লাহর ‘হুমকি’ দূর করতে ‘সক্রিয়ভাবে’ বিমান হামলা চালিয়ে যাচ্ছে ইসরাইল।

তিনি বলেন, কিছু সময় আগে ইসরাইলের সামরিক বাহিনী জানতে পারে, হিজবুল্লাহ ইসরাইলি ভূখণ্ডের দিকে ক্ষেপণাস্ত্র ও রকেট নিক্ষেপের প্রস্তুতি নিচ্ছে। এই হুমকি দূর করতে লেবাননের লক্ষ্যবস্তুতে হামলা চালাচ্ছে ইসরাইলি বাহিনী।

ইসরাইলের এই বিবৃতির কিছুক্ষণ পরেই জানা যায়, তেল আবিবের বেন গুরিয়ন বিমানবন্দরে ‘নিরাপত্তা শঙ্কায়’ সব ধরনের ফ্লাইট ওঠানামা স্থগিত করা হয়েছে।

এছাড়া, ইসরাইলি আর্মি রেডিও এবং টাইমস অব ইসরাইল জানিয়েছে, পশ্চিম গ্যালিলি, একর, কিরিয়াত শমোনাসহ ইসরাইলের অন্যান্য অঞ্চলে বিমান হামলার সাইরেন বাজানো হচ্ছে। এসব এলাকার বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে থাকার জন্য সতর্ক করা হয়েছে।

ইসরাইলে পরবর্তী ৪৮ ঘণ্টার জন্য ‘জরুরি অবস্থা’ ঘোষণা করেছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট।

এরই মধ্যে ইসরাইলকে লক্ষ্য করে হিজবুল্লাহ ৭০টির বেশি রকেট ছুড়েছে বলে জানিয়েছে লেবাননের আল-মায়দিন টিভি।

লেবানিজ সশস্ত্র গোষ্ঠীটি একটি বিবৃতিতে বলেছে, গত ৩০ জুলাই বৈরুতে হিজবুল্লাহ কমান্ডার ফুয়াদ শুকরকে হত্যার প্রতিশোধ নিতে ইসরাইলে ‘বড়’ ড্রোন ও রকেট হামলা শুরু করেছে তারা।

সূত্র: খবর আল-জাজিরা।
 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





পঞ্চগড়ে বিজিবির ফ্রি চিকিৎসাসেবা
২০ সেপ্টেম্বর ২০২৪ সকাল ০৮:১৮:১১



কুমিল্লায় ‘লিড দ্যা লিডারস’র নতুন কমিটি গঠন
২০ সেপ্টেম্বর ২০২৪ সকাল ০৮:০০:২৪

কুষ্টিয়া পৌরসভার ৩ কাউন্সিলর গ্রেফতার
২০ সেপ্টেম্বর ২০২৪ সকাল ০৭:৫২:৪৫

পদ্মার ভাঙনে জাতীয় গ্রিডের টাওয়ার নদীতে বিলীন
২০ সেপ্টেম্বর ২০২৪ সকাল ০৭:৫০:৪২