আন্তর্জাতিক ডেস্ক: ভারতের লোকসভা নির্বাচন শেষ হলো। ফলে আবারও জেলে ফিরতে হচ্ছে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে। ২ জুন রবিবার তিহার জেলে আত্মসমর্পণ করতে হবে তাকে। ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে।
দিল্লির আবগারি দুর্নীতি মামলায় অভিযুক্ত কেজরিওয়ালের অন্তর্বর্তীকালীন জামিনের মেয়াদ ১ জুন শনিবার শেষ হয়েছে। লোকসভা নির্বাচনের প্রচারের জন্য সুপ্রিম কোর্ট তার অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেছিল। কিন্তু শেষ ধাপের ভোটের পরদিনই তাকে আত্মসমর্পণ করতে বলেছিল আদালত।
ভোট শেষে তিনি আজ ২ জুন রোববার বিকেল ৩টার দিকে বাড়ি ছেড়ে জেলের উদ্দেশ্যে রওনা দেবেন বলে জানিয়েছেন।
অবশ্য শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে আরও ৭ দিনের অন্তর্বর্তীকালীন জামিনের আবেদন জানিয়েছেন কেজরিওয়াল। কিন্তু শনিবার দীর্ঘ শুনানির পর তার অন্তর্বর্তীকালীন জামিনের আবেদন আগামী ৫ জুন পর্যন্ত স্থগিতের ঘোষণা দিয়েছেন বিচারক কাবেরী বায়েজা।
জানা গেছে, কেজরিওয়ালের তরফ থেকে অন্তর্বর্তীকালীন জামিনের মেয়াদ বাড়ানোর আবেদন করতেই তীব্র বিরোধিতা করেন ইডি-র আইনজীবী।
আবগারি দুর্নীতি মামলায় গত ২১ মার্চ দিল্লির মুখ্যমন্ত্রীকে গ্রেফতার করে ইডি।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available