• ঢাকা
  • |
  • রবিবার ১০ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৩:২৫:১৮ (24-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • রবিবার ১০ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৩:২৫:১৮ (24-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

লক্ষ্মীপুর রামগতিতে ৮ কেজি ওজনের শকুন উদ্ধার

৪ ফেব্রুয়ারি ২০২৪ দুপুর ১২:৫৩:৩৪

লক্ষ্মীপুর রামগতিতে ৮ কেজি ওজনের শকুন উদ্ধার

লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলায় ৮ কেজি ওজনের একটি শকুন উদ্ধার করা হয়েছে। উপজেলা চর গাজী ইউনিয়নের ৯নং ওয়ার্ডের চেরাঙ্গের দোকানের সামনে একটি জালে আটকা পড়ে এই শকুনটি।

৪ ফেব্রুয়ারি রোববার সকালবেলা স্থানীয়রা দেখতে পেয়ে জাল থেকে মুক্ত করে শকুনটিকে। এ খবর ছড়িয়ে পড়লে শত শত মানুষ শকুনটিকে দেখতে ভিড় জমায়। তিনদিন আগেও কেরামতিয়া বাজারের পাশে একটি শকুন ট্রাকের সাথে বাড়ি খেয়ে রাস্তায় পড়ে গিয়েছিল। পরে  স্থানীয়রা উপজেলা প্রাণিসম্পদ অফিসে খবর দেন। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা নজরুল ইসলাম শকুনটিকে নিয়ে চিকিৎসা করেন। সুস্থ হওয়ার পর বন কর্মকর্তারা শকুনটিকে ভয়ার চরে নিয়ে মুক্ত করে দেন।

স্থানীয়দের ধারণা, ভয়ার চরে নিয়ে মুক্ত করা শকুনটিই আবার ফিরে এসেছে। বয়সের কারণে হয়তো এটি আর আগের মতো উড়তে পারে না। তাই এটি আবারও লোকালয়ে ফিরে এসেছে।

সাধারণত মৃত প্রাণিই এদের খাদ্য। এরা আকাশের অনেক উঁচু থেকেও মৃত প্রাণির সন্ধান করতে পারে। এরা দীর্ঘ সময় আকাশে উড়তে পারে। একসময় এদেশে প্রচুর পরিমাণে শকুন দেখা গেলেও বর্তমানে এরা অনেকটাই বিলুপ্তির পথে।

রামগতি উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা নজরুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি বলেন, তিনদিন আগে একটি শকুন ট্রাকের সাথে বাড়ি খেয়ে বেড়ির উপরে পড়ে যায়। পরে সেটিকে এনে আমরা প্রাণিসম্পদ অধিদপ্তরে বিভিন্নভাবে চিকিৎসা দেই।

তিনি বলেন, শকুনটি আগে থেকে একটি চোখ অন্ধ ছিল এবং এটির অনেক বয়স হয়েছে। হয়তো সেই শকুনটি উড়তে না পেরে আবারও লোকালয়ে এসে আটকা পড়েছে।

খোঁজখবর নিয়ে শকুনটিকে উদ্ধার করে চিকিৎসা দিয়ে সংরক্ষণ করার আশ্বাস দেন রামগতি উপজেলার প্রাণিসম্পদ কর্মকর্তা নজরুল ইসলাম। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

গ্লোবাল সুইস বিজনেস হাবের যাত্রা শুরু
২৪ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:২৩:০৫

ভিশন বাংলাদেশের সভাপতি সফিক, সম্পাদক মিরাজ
২৪ নভেম্বর ২০২৪ দুপুর ০২:১৪:৫০





সাটুরিয়ায় তেলের পাম্পে ভয়াবহ আগুন
২৪ নভেম্বর ২০২৪ দুপুর ০১:৩৬:৩৭


আজ আহমদুল কবিরের ২১ তম মৃত্যুবার্ষিকী
২৪ নভেম্বর ২০২৪ দুপুর ০১:০৩:০১