• ঢাকা
  • |
  • শুক্রবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ ভোর ০৫:৫০:১৪ (22-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ ভোর ০৫:৫০:১৪ (22-Nov-2024)
  • - ৩৩° সে:

ক্যাম্পাস

বেরোবিতে পালিত হলো ‘শহীদি মার্চ’ কর্মসূচি

৬ সেপ্টেম্বর ২০২৪ সকাল ০৮:১৫:২২

বেরোবিতে পালিত হলো ‘শহীদি মার্চ’ কর্মসূচি

বেরোবি প্রতিনিধি: ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে স্বৈরাচারী আওয়ামী সরকারের পতনের এক মাস পূর্তি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শহীদদের স্মরণে ‘শহীদি মার্চ’ কর্মসূচি পালন করেছে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা।

৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকাল ৪টায় বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে বৈষম্যবিরোধী ছাত্র জনতা অবস্থান নেয়। সেখান থেকে আন্দোলনে নিহত হওয়া বীর শহীদ আবু সাঈদ এবং শহীদ মানিকের পরিবারকে সাথে নিয়ে তারা পদযাত্রা শুরু করে।

পদযাত্রাটি শহীদ আবু সাঈদ চত্বর থেকে শুরু হয়ে মডার্ন মোড় প্রদক্ষিণ করে আবার শহীদ আবু সাঈদ চত্বরে এসে শেষ হয়। এরপর তারা বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা স্মারকে শহীদদের শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করা শেষে বিভিন্ন স্লোগানে মুখরিত করে তোলে চারপাশ।

আজকের এই কর্মসূচির মাধ্যমে সরকারের কাছে আবু সাঈদসহ অন্যান্য শহীদদের হত্যার দ্রুত বিচারের দাবি জানিয়েছেন আবু সাঈদের পরিবারসহ সাধারণ শিক্ষার্থীরা। সবশেষ, সন্ধ্যা ৭টায় শহীদদের স্মৃতি স্মরণে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে মোমবাতি প্রজ্জ্বলন করা হয়।

এই কর্মসূচিতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ রংপুরের অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও সর্বস্তরের মানুষের উপস্থিতি ছিলো চোখের পড়ার মতো।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু
২১ নভেম্বর ২০২৪ রাত ০৮:০৫:৩৩