• ঢাকা
  • |
  • শুক্রবার ৮ই অগ্রহায়ণ ১৪৩১ সকাল ০৬:০৩:৫০ (22-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ৮ই অগ্রহায়ণ ১৪৩১ সকাল ০৬:০৩:৫০ (22-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

ফকিরহাটে মহান ভাষাশহীদ দিবস উদযাপন

২১ ফেব্রুয়ারি ২০২৪ সকাল ১১:৪১:২৭

ফকিরহাটে মহান ভাষাশহীদ দিবস উদযাপন

বাগেরহাট (পশ্চিম) প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাট উপজেলায় নানা আয়োজনে ২১ ফেব্রুয়ারি মহান ভাষাশহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করা হয়েছে।

অমর একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরে উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, মুক্তিযোদ্ধা সংসদ, বিভিন্ন সরকারি দপ্তর, উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন, ফকিরহাট সাংবাদিক ইউনিয়ন, বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন থেকে ফকিরহাট কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

দিবসটি উপলক্ষে বুধবার সূর্যোদয়ের সাথে সাথে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন ও অর্ধনমিত করা হয়। এছাড়া সকালে  প্রভাত ফেরি শেষে শহীদ মিনারে সারকারি-বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, রাজনৈতিক ও সামাজিক প্রতিষ্ঠান, সুশীল সমাজের প্রতিনিধিগণ, সাধারণ মানুষ ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। ভাষাশহীদদের স্মরণে ফকিরহাট উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভা, মিলাদ মাহফিল, সাংস্কৃতিক অনুষ্ঠান, হাসপাতাল ও এতিমখানায় উন্নত খাবার পরিবেশনসহ বিভিন্ন কার্যক্রম গ্রহণ করা হয়েছে।

এসব কার্যক্রমে ফকিরহাট উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাজিয়া সিদ্দিকা সেতু, সহকারী পুলিশ সুপার মো. রবিউল ইসলাম শামীম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সেখ মুস্তাহিদ সুজা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মল্লিক আবুল কালাম আজাদ সাহেব, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবু সাদাত মো. মফিদুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু
২১ নভেম্বর ২০২৪ রাত ০৮:০৫:৩৩