• ঢাকা
  • |
  • শুক্রবার ৮ই অগ্রহায়ণ ১৪৩১ সকাল ০৬:২৩:৪৪ (22-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ৮ই অগ্রহায়ণ ১৪৩১ সকাল ০৬:২৩:৪৪ (22-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

গাংনীতে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন

১৪ ডিসেম্বর ২০২৩ সন্ধ্যা ০৬:৩২:০৭

গাংনীতে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন

গাংনী (মেহেরপুর) প্রতিনিধি: মেহেরপুরের গাংনীতে উপজেলা প্রশাসনের আয়োজনে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে।

এ উপলক্ষে ১৪ ডিসেম্বর বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে উপজেলা সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

গাংনী উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহার সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন মাহাবুবল হক মন্টু। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক।

এসময় গাংনী পৌরসভার মেয়র আহমেদ আলী, মেহেরপুর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য একরাম হোসেন, সহকারী কমিশনার (ভূমি) নাদির হোসেন শামীম, কেন্দ্রীয় যুবলীগ নেতা রেজাউল ইসলাম রেজা, গাংনী থানার ওসি (তদন্ত) মনোজিৎ কুমার নন্দী, ফায়ার সার্ভিসের কর্মকর্তা ইসাহাক আলী, মৎস্য কর্মকর্তা খন্দকার শহিদুল ইসলাম ও প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নাসির হোসেন উপস্থিত ছিলেন।

এছাড়াও সমাজ সেবা কর্মকর্তা আরশাদ আলী, গাংনী উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও এশিয়ান টেলিভিশন মেহেরপুর জেলা প্রতিনিধি নুরুজ্জামান পাভেল, কৃষি কর্মকর্তা ইমরান হোসেন, উপজেলা প্রকৌশলী ফয়সাল আহমেদসহ আমন্ত্রিত অতিথিরা সভায় উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, মহান মুক্তিযুদ্ধে বিজয়ের দ্বারপ্রান্তে একটি জাতিকে মেধাশূন্য করতে পরিকল্পিতভাবে দেশের সূর্য সন্তানদের হত্যা করা হয়। তাদের আত্নত্যাগ বৃথা যায়নি। আমাদের দেশ আজ উন্নয়ন ও সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে।

তারা বলেন, সবাইকে দেশপ্রেমে উজ্জীবিত হতে হবে। তবেই দেশ ও দেশের মানুষের কল্যাণ নিশ্চিত হবে। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু
২১ নভেম্বর ২০২৪ রাত ০৮:০৫:৩৩