• ঢাকা
  • |
  • শুক্রবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ ভোর ০৫:৩৩:৩৩ (22-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ ভোর ০৫:৩৩:৩৩ (22-Nov-2024)
  • - ৩৩° সে:

ক্যাম্পাস

ইবিতে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

১৪ ডিসেম্বর ২০২৩ সন্ধ্যা ০৬:৪৭:১৭

ইবিতে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে শহীদ বুদ্ধিজীবী দিবস। ১৪ ডিসেম্বর বৃহস্পতিবার সকাল ১০ টায় দিবসটি উপলক্ষ্যে প্রশাসন ভবনের সামনে এবং হলসমূহে জাতীয় পতাকা অর্ধনমিত, কালো পতাকা উত্তোলন ও কালো ব্যাজ ধারণ করা হয়।

প্রশাসন ভবনের সামনের চত্বরে জাতীয় পতাকা উত্তোলন করে অর্ধনমিত করেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. মাহবুবুর রহমান এবং কালো পতাকা উত্তোলন করেন ট্রেজারার প্রফেসর ড. মো. আলমগীর হোসেন ভূঁইয়া। রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এইচ. এম. আলী হাসান তাঁদের সাথে ছিলেন। একই সময়ে হলসমূহেও জাতীয় পতাকা ও কালো পতাকা উত্তোলন করা হয়।

পতাকা উত্তোলন শেষে সকাল ১০টা ১৫ মিনিটে প্রশাসন ভবনের সামনের চত্বর হতে প্রো-ভাইস চ্যান্সেলর, ট্রেজারার ও রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত), সকল বিভাগের শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীরা উপস্থিতিত হন। এসময় প্রশাসন ভবনের সামনের চত্বর থেকে একটি র‌্যালি বের হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহীদ স্মৃতিসৌধে এসে সমবেত হয়।

শহীদ বুদ্ধিজীবীদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে শহীদ স্মৃতিসৌধে প্রথমে পুষ্পস্তবক অর্পণ করা হয়। শ্রদ্ধা নিবেদন শেষে শহীদ বুদ্ধিজীবীদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন এবং তাঁদের আত্মার শান্তি কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

এরপর স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়ে মৃত্যুঞ্জয়ী মুজিব ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

এর আগে, কর্মসূচি পালনের অংশ হিসাবে ১৩ ডিসেম্বর দিবাগত রাতে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে শহীদ বুদ্ধিজীবী এবং মহান মুক্তিযুদ্ধের সকল বীর শহীদের আত্মার মাগফিরাতের উদ্দেশ্যে পবিত্র কুরআন তেলাওয়াত ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এর আগে, রাত ১২টা এক মিনিটে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে মৃত্যুঞ্জয়ী মুজিব ম্যুরাল ও শহীদ স্মৃতিসৌধের বেদিতে মোমবাতি প্রজ্জ্বলন করা হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু
২১ নভেম্বর ২০২৪ রাত ০৮:০৫:৩৩