নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জ-৪ আসনে নৌকার প্রার্থী একে এম শামীম ওসমান এমপি মার্কিন যুক্তরাষ্ট্র ও ব্রিটেনসহ আন্তর্জাতিক বিশ্বের কাছে অনুরোধ জানিয়ে বলেছেন, বাংলাদেশে ট্রেনের মধ্যে একজন মা ও তার কোলে থাকা তিন বছরের শিশু পুড়ে ছারখার হয়ে গেল। এ কাজটি যে করেছে তার প্রমাণ সরকারের কাছে আছে। আমি আপনাদের কাছে এর সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করছি।
তিনি বলেন, আমেরিকা-ব্রিটেনের কাছে আমি অনুরোধ করব, আপনারা যেহেতু মানবাধিকারের কথা বলেন। আপনারা যদি এ বিষয়গুলো কঠোরভাবে দেখেন তাহলে ওইখানে (বিদেশে) বসে এ ধরনের ঘটনা ঘটানোর সাহস সে পাবে না।
২১ ডিসেম্বর বৃহস্পতিবার বিকালে ফতুল্লার কাশীপুর শান্তিনগর এলাকায় প্রচারণাকালে গণমাধ্যম কর্মীদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, পৃথিবীতে অনেক রকমের হত্যাকাণ্ড ঘটে, তবে এতটা নির্মম হত্যাকাণ্ড? একজন মা তার শিশু সন্তানকে বাঁচাতে গিয়ে নিজেও পুড়ে ছাই হয়ে গেল।
শামীম ওসমান বলেন, এই ঘটনা নতুন নয়। এর আগেও খুনি তারেক জিয়ার নির্দেশে বাংলাদেশে ২৬ জন পুলিশকে পুড়িয়ে হত্যা করা হয়েছে। ৪ হাজার স্কুল পুড়িয়ে দেয়া হয়েছে। ৪৫০০ মানুষকে অগ্নিদগ্ধ করা হয়েছে।
বিদেশ বসে থাকা তারেক রহমানের নির্দেশে এই নৃশংস ঘটনাগুলো ঘটেছে। আর এসব ঘটনা যারা ঘটায় তারেক রহমান আবার এগুলোর ভিডিও তাদের কাছ থেকে সংগ্রহ করে।
তিনি আরও বলেন, বাংলাদেশের মানুষ বিশ্বের রাষ্ট্রগুলোকে বন্ধু ভাবে, এটাই আমাদের পররাষ্ট্রনীতি। তাই বিশ্বের উন্নত রাষ্ট্রের কাছে আমার অনুরোধ থাকবে, যারা আমাদের এই দেশটাকে ধ্বংস করার জন্য চেষ্টা করছে আপনারা তাদেরকে আশ্রয় ও প্রশ্রয় দেবেন না।
এ সময় উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক শাহ নিজাম, মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাকিরুল আলম হেলাল, ফতুল্লা থানা আওয়ামী লীগের সভাপতি ও কাশিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল্লাহ বাদল ও এনায়েতনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available