সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান বলেছেন, এবারের নির্বাচনে আমি ভোট চাইনি৷ নির্বাচন শেষ এবার এবার একটাই প্রতিজ্ঞা, নারায়ণগঞ্জকে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও ইভটিজিংমুক্ত করবো৷ প্রধানমন্ত্রীর উসিলায় নারায়ণগঞ্জ থেকে পতিতালয় উচ্ছেদ করেছিলাম৷ এবারও বাধা আসতে পারে, তবে আপনারা যদি না-ও আসেন, যারা মাদক বেচে তাদের বুকে পাড়া দিবো আমরা।
১৫ জানুয়ারি সোমবার বিকালে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আদমজী এমডব্লিউ উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনোত্তর পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সর্ষের মধ্যে ভূত আছে উল্লেখ করে শামীম ওসমান বলেন, অনেক পোশাকওয়ালা মানুষ কেন্দ্রে গিয়ে প্রিজাইডিং অফিসারকে ধমক দিয়েছে ভোট স্লো করতে৷ কিন্তু তারা জানে না, শামীম ওসমান আলাদা চিজ হ্যায়৷ তার আগেরদিন সব জায়গায় মিছিল হয়েছে, ভোটকেন্দ্রে যাবি যারা, লাশ হয়ে ফিরবি তারা৷ আমার কাছে সবকিছুর হিসাব আছে৷
তিনি বলেন, নির্বাচনের আগে সবাই বলে টাকা দেন, অথচ আমার এলাকাতে কেউ আমার কাছে একটা টাকা চায়নি৷ এরচেয়ে বেশি আর কী চাওয়ার হতে পারে৷ নেত্রী, ওবায়দুল কাদের, শেখ হেলাল ভাই যখন বলছে, তুমি যে জনসভা করছো, এটা দেখেই আমরা বুঝেছি যে আমরা পাশ করে গেছি৷ একপর্যায়ে গোয়েন্দা সংস্থার লোকেরা আমাকে বলতে বাধ্য হয়েছে যে, ভাই আর লোক ঢুকতে দিয়েন না। নেত্রী যখন জনসভা শেষ করে গাড়িতে উঠছিলেন, তাকে জিজ্ঞেস করেছিলাম তিনি খুশি হয়েছেন কি না৷ তিনি বলেছেন, আমি অনেক অনেক খুশি হয়েছি৷
এসময় আওয়ামী লীগের প্রভাবশালী এই নেতা আগামী দিনগুলোতে বিভিন্ন উন্নয়ন পরিকল্পনার কথা উল্লেখ করেন৷
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত মো. শহিদ বাদল, নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান বাবু চন্দন শীল, সাধারণ সম্পাদক অ্যাড. খোকন সাহা, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মো. মজিবুর রহমান, সাধারণ সম্পাদক মো. ইয়াছিন মিয়া, ৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মতিউর রহমান মতি ৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর হাজী নুরুদ্দিন মিয়া, তিন নম্বর ওয়ার্ড কাউন্সিলর শাহজালাল বাদল প্রমুখ৷
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available