পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় জেলার পাঁচটি উপজেলার ২৯৯টি মণ্ডপে দশমী পর্যন্ত অর্থাৎ পূজা শেষ না হওয়া পর্যন্ত প্রশাসনিক নিরাপত্তা জোরদার থাকবে।
পঞ্চগড় জেলার পাঁচটি উপজেলায় হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার নিরাপত্তা দিতে মাঠে সক্রিয় জেলা প্রশাসন ও জেলা পুলিশ। সেই সঙ্গে আছে বাংলাদেশ সেনাবাহিনী, সীমান্তবর্তী এলাকায় বিজিবি ও আনসারসহ অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা আর এই পূজাকে ঘিরে জেলার ২৯৯টি মণ্ডপে চলছে ধর্মীয় ভাব-গাম্ভীর্যপূর্ণ ও শান্তিপূর্ণ পরিবেশে।
১০ অক্টোবর সপ্তমীর রাতে মণ্ডপগুলোতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি অনুধাবন ও মণ্ডপের পূজারীসহ অন্যান্য সকলের সাথে মতবিনিময়ের জন্য মণ্ডপগুলো পরিদর্শন করেন পঞ্চগড় জেলা প্রশাসক মো. সাবেদ আলী, জেলা পুলিশ সুপার পঞ্চগড় মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী, সহকারী পুলিশ সুপার দেবীগঞ্জ রুনা লায়লা, উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত ) দেবীগঞ্জ তুরাব হোসেন, দেবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ সোহেল রানাসহ অন্যান্য কর্মকর্তাগণ।
পরিদর্শনকালে মণ্ডপের সভাপতি সম্পাদকদের সাথে সার্বিক বিষয়ে কথাবার্তা বলেন এবং মণ্ডপে সনাতন ধর্মাবলম্বীর সকল মানুষদের নির্বিঘ্নে পূজা পালনের জন্য আশ্বস্ত করেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available