• ঢাকা
  • |
  • শুক্রবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ১২:২৫:১৮ (22-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ১২:২৫:১৮ (22-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

ছাত্র-জনতা আন্দোলন করে অসুর বিদায় করেছে: মঈন খান

১২ অক্টোবর ২০২৪ সকাল ১১:১৮:০৬

ছাত্র-জনতা আন্দোলন করে অসুর বিদায় করেছে: মঈন খান

নরসিংদী প্রতিনিধি: বিএনপি স্থায়ী কমিটির অন্যতম সদস্য ড. আবদুল মঈন খান বলেছেন, ছাত্র-জনতা আন্দোলন করে গত ৫ আগস্ট অসুর বিদায় করেছে। এ আন্দোলনের ফল যেন আমরা সকলে মিলে সুখে শান্তিতে বিশ্বের বুকে একটি গৌরবময় জাতি হিসেবে মাথা উঁচু করে দাঁড়াতে পারি।

তিনি আরও বলেন, সকল ধর্মই মানুষের কল্যাণে হয়েছে। এদেশ থেকে অন্যায়, অত্যাচার, স্বৈরাচার আমরা সকলেই মিলে দূর করবো।

তিনি ১১ অক্টোবর শুক্রবার রাতে নরসিংদী শহরের সেবাসংঘ পূজা মন্ডপ পরিদর্শন করে এসব কথা বলেন।

ড. আবদুল মঈন খান আরও বলেন, পরিকল্পিতভাবে একটি মিথ্যা গল্প বানানোর চেষ্টা করা হয়েছিলো। বাংলাদেশে নাকি এবার দুর্গোৎসব করা যাবে না। দুর্গোৎসব করতে গেলে বিভিন্ন পূজা মণ্ডপে সমস্যা হবে। অথচ, দেখুন শান্তিপূর্ণ পরিবেশে হিন্দুদের অনুষ্ঠানে মুসলমানরা যায়, মুসলমানদের অনুষ্ঠানে হিন্দুরা যায়। হিন্দু, মুসলমান হাত ধরে হাঁটবে এটাই বাংলার ঐতিহ্য। এই ঐতিহ্য নিয়েই আমরা বড় হয়েছি। আমরা বাংলাদেশী হিসেবে  জাতিধর্ম বর্ণের মধ্যে কোনো বিভেদ করি না।

এ সময় উপস্থিত ছিলেন, নরসিংদী জেলা বিএনপি যুগ্ম-আহবায়ক হারুন-অর-রশিদ, পলাশ উপজেলা বিএনপি যুগ্ম-সাধারণ সম্পাদক বাহাউদ্দিন ভূইঁয়া মিল্টন, বিএনপি নেতা বাবুল সরকার, যুবদলের নেতা শানু, বিএনপি নেতা সারোয়ার মৃধা, সেবাসংঘ পূজা মণ্ডপের সভাপতি সুরুজ সাহা প্রমুখ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু
২১ নভেম্বর ২০২৪ রাত ০৮:০৫:৩৩