বাগেরহাট প্রতিনিধি: সনাতন ধর্মাবলম্বীদের সব থেকে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। উৎসবমুখর পরিবেশে মোংলার প্রতিটি মণ্ডপে এবার শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। এ পূজাকে নির্বিঘ্ন করতে প্রশাসনের পক্ষ থেকে কঠোর নজরদারি নেওয়া হয়েছে। বিএনপির পক্ষ থেকেও নেওয়া হয়েছে বিভিন্ন কার্যক্রম।
৯ অক্টোবর বুধবার মহাষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হয় দুর্গাপূজা এবং ১২ অক্টোবর শনিবার বিজয়া দশমীর মধ্য দিয়ে শেষ হবে দুর্গাপূজা। এর আগে ২ অক্টোবর বুধবার মহালয়ার মধ্য দিয়ে দেবীপক্ষের শুরু।
এ বিষয়ে চটেরহাট পূজা উদযাপন কমিটির সভাপতি গৌতম হালদার বলেন, ব্যাপক উদ্দীপনার মধ্য দিয়ে আমাদের এখানে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। পূজার এই সময়ে আমরা বিশেষভাবে সজাগ রয়েছি বা থাকবো, যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে।
বাগেরহাট জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়ার পক্ষ থেকে মোংলার বিভিন্ন মন্দিরে হিন্দু ধর্মাবলম্বীদের সাথে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেছি।
মোংলায় সর্ব বৃহৎ পূজা উদযাপিত হচ্ছে, প্রতিটা মন্দিরে বিএনপির পক্ষ থেকে শান্তি শৃঙ্খলা কমিটি গঠন করা হয়েছে। বিগত দিনের চেয়ে এ বছর হিন্দু ধর্মাবলম্বীরা উৎসবমুখর পরিবেশে পূজা উদযাপন করছেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available