মুন্সীগঞ্জ প্রতিনিধি: স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম বলেন, সারাদেশে শান্তিপূর্ণভাবে পূজা উদযাপন চলছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে অনেক ভালো। ১২ অক্টোবর শনিবার বেলা এগারটার দিকে মুন্সীগঞ্জের সিরাজদিখান ও শ্রীনগর উপজেলায় পূজামণ্ডপ পরিদর্শনে এসে এসব কথা বলেন তিনি।
জাহাঙ্গীর আলম বলেন, পূজা উপলক্ষ্যে সারাদেশে পুলিশ, র্যাব, সেনাবাহিনী, বিডিআর, আনসারসহ বিভিন্ন আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য পর্যাপ্ত মোতায়েন রয়েছে। এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, থানা পুলিশ ও ট্র্যাফিক পুলিশের কার্যক্রম আগের চেয়ে অনেকটা বেগবান হয়েছে। আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে।
বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের পর অন্তর্বর্তী সরকার শুরুতে পুলিশ হেড কোয়াটারের নির্দেশে প্রত্যেক থানায় নাগরিক কমিটি গঠন করা হয়। যা নিয়ে জনমনে বিরূপ প্রতিক্রিয়া সৃস্টি হয়েছে। সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এ ব্যাপারে আমার খুব একটা জানা নেই, তবে বিষয়টি আমি দেখব।
পূজামণ্ডপ পরিদর্শনকালে সাথে ছিলেন, ঢাকা রেঞ্জের পুলিশের ডিআইজি মো. আওলাদ হোসেন, মুন্সীগঞ্জ জেলা পুলিশ সুপার মো. শামসুল আলম সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (শ্রীনগর সার্কেল) মো. তোফায়েল হোসেন, সিরাজদিখান উপজেলা নির্বাহী অফিসার সাব্বির আহমেদসহ আরও অনেকে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available