• ঢাকা
  • |
  • শুক্রবার ৫ই আশ্বিন ১৪৩১ সকাল ০৮:৫২:৫১ (20-Sep-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ৫ই আশ্বিন ১৪৩১ সকাল ০৮:৫২:৫১ (20-Sep-2024)
  • - ৩৩° সে:

জাতীয়

শাহরিয়ার কবির গ্রেফতার

১৭ সেপ্টেম্বর ২০২৪ সকাল ০৯:৪৪:৩৭

শাহরিয়ার কবির গ্রেফতার

জ্যেষ্ঠ প্রতিবেদক: একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবিরকে গ্রেফতার করেছে পুলিশ। ১৬ সেপ্টেম্বর সোমবার রাতে রাজধানীর বনানীর বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।

তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোবারক হোসেন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, শাহরিয়ার কবিরের বিরুদ্ধে মামলা রয়েছে। তাকে মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। মঙ্গলবার ১৭ সেপ্টেম্বর আদালতে সোপর্দ করা হবে।

শাহরিয়ার কবির ১৯৫০ সালে ফেনী জেলায় জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ছাত্র ছিলেন। স্বাধীনতা সংগ্রামীদের জন্য অনুপ্রেরণামূলক পাণ্ডুলিপি এবং কবিতা লিখতে সহায়তা করেছিলেন, যেগুলি পরে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে বাজানো হয়।

১৯৯২ সালের জানুয়ারি মাসে ১০১ জন ব্যক্তি মিলে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি গঠন করা হয়। এই কমিটি ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় পাকিস্তানি সেনাবাহিনীর সঙ্গে একত্রে মিলে মানবতার বিরুদ্ধে অপরাধকারী ব্যক্তিদের বিচারের আহ্বান জানায়। ১৯৯৫ সালে শাহরিয়ার কবির বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পান।

একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সাবেক আহ্বায়ক মুশতারী শফী লিখিত ‘জাহানারা ইমামের স্মৃতির উদ্দেশ্যে লেখা চিঠি’ নামক বইয়ে শাহরিয়ার কবিরকে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেননি এবং মুক্তিযুদ্ধকালে পাকিস্তানি সেনাবাহিনীদের ক্যাম্পে মুরগি সরবরাহকারী বলে উল্লেখ করা হয়।

শাহরিয়ার কবির এই লেখাটি সত্য নয় ও নির্জলা মিথ্যা বলে আখ্যায়িত করেছিলেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





পঞ্চগড়ে বিজিবির ফ্রি চিকিৎসাসেবা
২০ সেপ্টেম্বর ২০২৪ সকাল ০৮:১৮:১১



কুমিল্লায় ‘লিড দ্যা লিডারস’র নতুন কমিটি গঠন
২০ সেপ্টেম্বর ২০২৪ সকাল ০৮:০০:২৪

কুষ্টিয়া পৌরসভার ৩ কাউন্সিলর গ্রেফতার
২০ সেপ্টেম্বর ২০২৪ সকাল ০৭:৫২:৪৫

পদ্মার ভাঙনে জাতীয় গ্রিডের টাওয়ার নদীতে বিলীন
২০ সেপ্টেম্বর ২০২৪ সকাল ০৭:৫০:৪২