• ঢাকা
  • |
  • সোমবার ১০ই অগ্রহায়ণ ১৪৩১ ভোর ০৪:১৬:২৭ (25-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • সোমবার ১০ই অগ্রহায়ণ ১৪৩১ ভোর ০৪:১৬:২৭ (25-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

নলছিটিতে স্কুলে অনুপস্থিত ৩ শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ

৩০ আগস্ট ২০২৩ বিকাল ০৪:৩০:০৮

নলছিটিতে স্কুলে অনুপস্থিত ৩ শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ

নলছিটি প্রতিনিধি: ঝালকাঠির নলছিটিতে কুশঙ্গল নিকারীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একই দিনে ৩শিক্ষক অনুপস্থিত থাকায় তাদের কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেয়া হয়েছে। ৩০ আগস্ট রোববার ঐ বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ ৩জন শিক্ষককে নোটিশ দিয়েছে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস।  

উপজেলা সহকারি শিক্ষা কর্মকর্তা সাইদুর রহমান স্বপন স্বাক্ষরিত ঐ শোকজ নোটিশে আগামী ৩কর্মদিবসের মধ্যে লিখিতভাবে জবাব দিতে বলা হয়েছে।

শোকজপ্রাপ্ত শিক্ষকরা হলেন, ঐ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস. এম. সেলিম হোসাইন, মো. ফেরদৌস সর্দার ও নাজমা বেগম।

সরেজমিনে বুধবার দুপুর ১২টার দিকে কুশঙ্গল নিকারীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গেলে দেখা যায়, সহকারি শিক্ষিকা আয়শা আক্তার শান্তা ও সাবিহা সুলতানা মিলনায়তনে বসে আছেন। তবে কোনো শিক্ষার্থীই বিদ্যালয়ের উপস্থিত ছিলো না।

স্থানীয়দের অভিযোগ, এ বিদ্যালয়ে শিক্ষকরা নিয়মিত আসেন না। মাঝে মধ্যে আসলেও দেরিতে আসেন। সঠিক সময়ে শিক্ষকরা না থাকলে দুষ্টুমি আর মারামারি করে শিক্ষার্থীরা। এ অবস্থায় স্থানীয়রা তাদের শিশুদের অন্য স্কুলে ভর্তি করার চিন্তা করছেন।

কুশঙ্গল নিকারীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস. এম. সেলিম হোসাইন বলেন, এটিও স্যারের কাছে আমার ছুটির আবেদন দেয়া ছিলো। সহকারি শিক্ষক নাজমা বেগম ছুটি চাওয়ায় তাকে মৌখিকভাবে ছুটি দেয়া হয়েছে। ফেরদৌস নামে অপর সহকারি শিক্ষক হাজিরা খাতায় স্বাক্ষর করে বাড়ি চলে গেছেন।

প্রধান শিক্ষক ছুটিতে থাকা অবস্থায় সহকারি শিক্ষকদের ছুটি দিতে পারেন কিনা এমন প্রশ্নের জবাবে তিনি কোন উত্তর দিতে পারেননি।

উপজেলা সহকারি শিক্ষা কর্মকর্তা (এটিও) সাইদুর রহমান স্বপন বলেন, এ বিদ্যালয়ের ৩শিক্ষককে এরই মধ্যে শোকজ করা হয়েছে। ৩কার্যদিবসের মধ্যে শোকজ নোটিশের জবাব দিতে বলা হয়েছে। জবাব পেলে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




জয়পুরহাটে একসঙ্গে মা-ছেলের গ্রাজুয়েশন
২৪ নভেম্বর ২০২৪ রাত ০৮:১৯:১৭


১০ সাংবাদিকসহ ১১ জনের ব্যাংক হিসাব জব্দ
২৪ নভেম্বর ২০২৪ সন্ধ্যা ০৭:৫৮:৩২

দৌলতখানে শীতকালীন সবজি পরিচর্যায় ব্যস্ত কৃষক
২৪ নভেম্বর ২০২৪ সন্ধ্যা ০৭:২৪:৪৪