• ঢাকা
  • |
  • শুক্রবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ ভোর ০৫:৪০:৩৮ (22-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ ভোর ০৫:৪০:৩৮ (22-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

কালহাতীতে বৃত্তি প্রদান অনুষ্ঠান

২২ সেপ্টেম্বর ২০২৪ সকাল ০৯:৫৮:৩৪

কালহাতীতে বৃত্তি প্রদান অনুষ্ঠান

টাঙ্গাইল (উত্তর) প্রতিনিধি: অত্যন্ত উৎসবমুখর পরিবেশে কালিহাতী উপজেলা কিন্ডারগার্টেন ওয়েলফেয়ার এসোসিয়েশনের উদ্যোগে ২০২৩ শিক্ষাবর্ষে বৃত্তিপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

২১ সেপ্টেম্বর শনিবার কালিহাতী শাজাহান সিরাজ কলেজে মিলনায়তনে এ বৃত্তি প্রদান অনুষ্ঠান সম্পন্ন হয়।
 
কালিহাতী উপজেলা কিন্ডারগার্টেন ওয়েলফেয়ার এসোসিয়েশনের সভাপতি স্টারলিট ডে কেয়ার স্কুল প্রতিষ্ঠাতা ও পরিচালক মো. ওমর ফারুকের সভাপতিত্বে এবং কালিহাতী উপজেলা কিন্ডারগার্টেন ওয়েলফেয়ার এসোসিয়েশন সাধারণ সম্পাদক আদর্শ লিপি কিন্ডারগার্টেনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মো. আশরাফ হোসেন মোল্যাহ্ এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শাহাদাত হুসেইন।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিহাতী শাজাহান সিরাজ কলেজের অধ্যক্ষ মো. মজিবুর রহমান ও উপজেলা প্রথমিক শিক্ষা অফিসার কুলসুম সোলায়মান।

অনুষ্ঠানের শুরুতেই উপস্থিত মেধাবী শিক্ষার্থীরা সম্মানিত অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেয়। এরপর পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের মূল কার্যক্রম শুরু হয়।

অনুষ্ঠানে উপস্থিত বক্তারা কালিহাতীসহ সারা দেশে প্রাথমিক শিক্ষা ক্ষেত্রে কিন্ডারগার্টেন স্কুল অত্যন্ত জোরালো ভূমিকা পালন করছে। পাশাপাশি শিশুর মেধাবিকাশে বিনোদনসহ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণের মাধ্যমে উৎসাহ প্রদান করছে, যা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

২০২৩ শিক্ষাবর্ষে ১৫১৯ জন ছাত্রছাত্রী বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে। সাধারণ কোটায় বৃত্তি পায় ২৩৯ জন ও ট্যালেন্টপুলে বৃত্তি পায় ৯২ জন। আলোচনা সভা শেষে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সম্মাননা স্মারক ও সনদপত্র প্রদান করা হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু
২১ নভেম্বর ২০২৪ রাত ০৮:০৫:৩৩