• ঢাকা
  • |
  • শুক্রবার ৮ই অগ্রহায়ণ ১৪৩১ সকাল ০৯:১৪:৪০ (22-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ৮ই অগ্রহায়ণ ১৪৩১ সকাল ০৯:১৪:৪০ (22-Nov-2024)
  • - ৩৩° সে:

ক্যাম্পাস

প্রতিবেশীর হামলায় রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ও পরিবার হাসপাতালে

২৫ ফেব্রুয়ারি ২০২৪ সকাল ১১:১৬:৫৭

প্রতিবেশীর হামলায় রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ও পরিবার হাসপাতালে

রবীন্দ্র বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: সিরাজগঞ্জে জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জের ধরে প্রতিবেশীর হামলায় রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী ও তার পরিবারের সদস্যরা গুরুতর আহত হয়েছেন। আহত সদস্যদের উদ্ধার করে তৎক্ষণাৎ হাসপাতালে ভর্তি করিয়েছেন স্থানীয় অন্যান্য প্রতিবেশীরা।

২৩ ফেব্রুয়ারি শুক্রবার দুপুর ২টার দিকে সিরাজগঞ্জের শাহজাদপুরে পোতাজিয়ায় জমি সংক্রান্ত পূর্ব শত্রুতার জের ধরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী শান্তনা রাণী দাস ও তার পরিবারের উপর অতর্কিত হামলা চালিয়েছে তাদের কয়েকজন প্রতিবেশী।

হামলায় শিকার ওই শিক্ষার্থীর ডান হাত গুরুতর অবস্থায় জখম হয়েছে বলে জানা গেছে ও তার বোনদের ও তার মাকে শরীরের বিভিন্ন জায়গায় আঘাত করা হয়েছে। হামলার শিকার রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ওই শিক্ষার্থীসহ তার মা ও তিন বোন গুরুতর আহত হয়ে আশঙ্কাজনক অবস্থায় পোতাজিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন।

জানা যায়, শুক্রবার দুপুর ২টার দিকে তার নিজ বাড়িতেই এই হামলার ঘটনা ঘটে। দুপুরে খাবার খাওয়ার সময় পূর্ব পরিকল্পিতভাবে তাদের সঙ্গে হঠাৎ করে ঝগড়া শুরু করে এবং মুহূর্তের মধ্যেই শিশুসহ সবার উপর হামলা করে।

আহত শিক্ষার্থী শান্তনা জানায়, শুক্রবার দুপুরে আমরা খাবার খাচ্ছিলাম, হঠাৎ করে আমাদের প্রতিবেশী  গোলাম, ভোলা, মানিক, রতন ও তাদের ছেলেরা এসে খারাপ কথা ও গালিগালাজ শুরু করে। তারপর মুহূর্তেই তারা ১০-১২ জন আমাদের পরিবারের সবার উপর হামলা শুরু করে।

শান্তনা আরও জানায়, এর আগেও আমাকে একবার শাসিয়েছিল তারা। বলেছিল, কলেজ-ভার্সিটিতে পড়তে যাস। আমরা একটা চোখের ইশারা দিলেই তোকে শেয়াল কুকুরের মতো ছিড়ে খাবে। তারা জোর-জুলুম-অত্যাচার করে আমাদেরকে বাড়ি থেকে তাড়িয়ে দিতে পারলে সহজেই তা ভোগ-দখল করতে পারবে।

জানা যায়, হামলাকারী গোলাম, ভোলা, মানিক, রতন পোতাজিয়া ইউনিয়নের চেয়ারম্যানের ভাতিজা। হামলার শিকার হয়ে শান্তনার পরিবার চেয়ারম্যানের কাছে গেলে তিনি বলেন, তারা তো আমার কথা শুনবে না। তোমরা নিজেরা যা করতে পারো তা করো।

এই হামলার বিষয়ে শাহজাদপুর মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেছে হামলায় শিকার শান্তনার পরিবার। অভিযোগ সাপেক্ষে ইতোমধ্যে পুলিশ হামলার মূল হোতা গোলাম হায়দারকে গ্রেফতার করেছে বলে নিশ্চিত করেছেন শাহজাদপুর থানার ডিউটিরত অফিসার আনিছ। হামলার শিকার শিক্ষার্থী  শান্তনার পরিবারের উপর হুমকির বিষয়ে বললে ডিউটিরত অফিসার জানায়, মামলা হয়েছে ইতিমধ্যেই একজনকে গ্রেফতার করা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


কক্সবাজারে সশস্ত্র বাহিনী দিবস পালিত
২২ নভেম্বর ২০২৪ সকাল ০৯:০৫:১৭



এস্পেয়ার বাংলাদেশের নেতৃত্বে জাফির-রাহাত
২২ নভেম্বর ২০২৪ সকাল ০৮:৩৭:২১