• ঢাকা
  • |
  • শনিবার ৯ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৪:১৪:১৩ (23-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শনিবার ৯ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৪:১৪:১৩ (23-Nov-2024)
  • - ৩৩° সে:

জাতীয়

আজকে মাধ্যমিকে ভর্তির লটারি, টেলিভিশনে সরাসরি সম্প্রচার

২৮ নভেম্বর ২০২৩ সকাল ০৯:৪৩:০৯

আজকে মাধ্যমিকে ভর্তির লটারি, টেলিভিশনে সরাসরি সম্প্রচার

জ্যেষ্ঠ প্রতিবেদক: দেশের সরকারি এবং বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোতে ভর্তির জন্য শিক্ষার্থী বাছাই করতে ডিজিটাল লটারি হবে ২৮ নভেম্বর মঙ্গলবার। বেলা ১১টায় রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে কেন্দ্রীয় ব্যবস্থাপনায় এ লটারি অনুষ্ঠিত হবে।

অনুষ্ঠানটি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা (মাউশি) অধিদফতরের ফেসবুক পেজ এবং টেলিভিশন চ্যানেলে সরাসরি সম্প্রচার করা হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

গণমাধ্যমকে মাউশি জানিয়েছে, ২৫ নভেম্বর রোববার মাধ্যমিক ভর্তির লটারির দিন নির্ধারিত থাকলেও এদিন এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এ কারনে লটারির তারিখ পিছিয়ে ২৮ নভেম্বর করা হয়।

মাউশি আরও জানায়, ভর্তির আবেদন শুরু হয়েছে ২৪ অক্টোবর। প্রথমে ১৪ নভেম্বর পর্যন্ত সময় থাকলেও পরে তা বৃদ্ধি করে ১৮ নভেম্বর পর্যন্ত করা হয়। এবার কেন্দ্রীয় লটারির অধীনে আসা দেশের সরকারি-বেসরকারি ৩ হাজার ৮৪৬ বিদ্যালয়ে মোট আসন সংখ্যা ১১ লাখ ২২ হাজার ৯৪। এর বিপরীতে আবেদন জমা পড়েছে ৮ লাখ ৭৩ হাজার ৭৯২টি। ৬৫৮টি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে আসন আছে ১ লাখ ১৮ হাজার ১০১টি । বিপরীতে আবেদন জমা পড়েছে ৫ লাখ ৬৩ হাজার ১৩টি। ৩ হাজার ১৮৮টি বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ১০ লাখ ৩ হাজার ৯৯৩টি আসনের বিপরীতে আবেদন জমা পড়েছে ৩ লাখ ১০ হাজার ৭৭৯টি।

বেসরকারি বিদ্যালয়ে আবেদনকারী সবাই ভর্তি হলেও প্রায় ৭ লাখ আসন খালি থাকবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





শীতে চুল ও দাড়ির যত্ন নিবেন যেভাবে
২৩ নভেম্বর ২০২৪ দুপুর ০২:১০:১৮