• ঢাকা
  • |
  • শুক্রবার ৮ই অগ্রহায়ণ ১৪৩১ সকাল ০৬:১৩:০৪ (22-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ৮ই অগ্রহায়ণ ১৪৩১ সকাল ০৬:১৩:০৪ (22-Nov-2024)
  • - ৩৩° সে:

রাজনীতি

যেকোন ষড়যন্ত্র মোকাবেলায় সাংবাদিকদের সহযোগিতা প্রয়োজন: আমির হোসেন আমু

১৫ এপ্রিল ২০২৪ সকাল ১০:২১:৪৮

যেকোন ষড়যন্ত্র মোকাবেলায় সাংবাদিকদের সহযোগিতা প্রয়োজন: আমির হোসেন আমু

রাজাপুর (ঝালকাঠি) প্রতিনিধি: দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র মোকাবেলায় সাংবাদিকদের সহযোগিতা করা প্রয়োজন বলে জানিয়েছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমু এমপি।

১৪ এপ্রিল রবিবার বিকেলে ঝালকাঠি টেলিভিশন সাংবাদিক সমিতির ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এ সময় প্রধান অতিথির বক্তব্যে তিনি দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানান।

সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমু এমপি বলেন, বর্তমানে একটি মহল বিভিন্ন সময় ভারত বিরোধী বক্তব্য দিচ্ছেন। আসলে এগুলো সরকারের বিরুদ্ধে নয়, বাংলাদেশ বিরোধী বক্তব্য।

এরপর তিনি বলেন, এগুলো মেনে নিয়েই দেশকে এগিয়ে নিতে হবে। এক্ষেত্রে সাংবাদিকদের সহযোগিতা একান্ত প্রয়োজন। সাংবাদিকরা সঠিক সংবাদ তুলে ধরে এসব ষড়যন্ত্র মোকাবেলা করবে, এমনটাই প্রত্যাশা।

আওয়ামী লীগের প্রবীণ নেতা আমির হোসেন আমু বলেন, বাংলাদেশ একটি আমদানি নির্ভরশীল দেশ। তাই আমদানি করা পণ্যের দাম আগের চেয়ে একটু দাম বেশি পরছে। এরমধ্যে আবার মধ্যস্বত্যভোগী ও পরিবহন সিন্ডিকেট।

উত্তরাঞ্চল থেকে ট্রাক ঢাকায় আসতে অনেক স্থানে চাঁদা দিতে হয়। সুতরাং শুধু যে ব্যবসায়ী সিন্ডিকেট তা নয়, বিভিন্ন রকমের সিন্ডিকেট কাজ করছে। সরকার এগুলো মোকাবেলায় বিভিন্ন ধরণের পদক্ষেপ নিচ্ছেন বলে জানান তিনি।

টেলিভিশন সাংবাদিক সমিতির সভাপতি আজমীর হোসেন তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির।

এ সময় আরও উপস্থিত ছিলেন, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান খান আরিফুর রহমান, পৌর মেয়র মো. লিয়াকত আলী তালুকদার ও প্যানেল মেয়র তরুন কর্মকার।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, দৈনিক দূরযাত্রা পত্রিকার সম্পাদক জিয়াউল হাসান পলাশ, টেলিভিশন সাংবাদিক সমিতির সদস্য ও প্রেসক্লাবের সভাপতি কাজী খলিলুর রহমান ও জেলা যুবলীগের আহ্বায়ক রেজাউল করিম জাকির।

অনুষ্ঠান সঞ্চালনা করেন টেলিভিশন সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক শফিউল আজম টুটুল। এ সময় টেলিভিশন সাংবাদিক সমিতির সদস্যরা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু
২১ নভেম্বর ২০২৪ রাত ০৮:০৫:৩৩