• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ১১:৪৩:২৫ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ১১:৪৩:২৫ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

কক্সবাজার শহরে পাহাড়ধসে নারী ও শিশুর মৃত্যু

১১ জুলাই ২০২৪ দুপুর ১২:৪৬:৫১

কক্সবাজার শহরে পাহাড়ধসে নারী ও শিশুর মৃত্যু

কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারে ভারি বর্ষণের ফলে পাহাড়ধসে শিশু ও এক নারীসহ দুজনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন- পৌরসভার ৭নং ওয়ার্ডের শিশু নাজমুল হাসান (৫) ও এবিসি ঘোনা এলাকার জমিলা আক্তার (৩০)।

১১ জুলাই বৃহস্পতিবার ভোরে পৌরসভার ৭নং ওয়ার্ডের শিকদার বাজার ও এবিসি ঘোলা এলাকায় এ ঘটন ঘটে। অন্য দিকে ভারি বর্ষণে তলিয়ে গেছে শহরের ১২টি ওয়ার্ডের রাস্তাঘাট ও উপজেলার বিভিন্ন এলাকা।

জানা যায়, রাতে প্রবল বর্ষণে ভোরে পাহাড় ধসে ওই শিশু ও নারীর ওপর পড়ে। এরপর মাটি সরিয়ে তাদের উদ্ধার করে স্থানীয়রা কক্সবাজার সদর হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসক তাদের মৃত বলে ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে কক্সবাজার সদর হাসপাতালের আবাসিক অফিসার ডাক্তার আশিকুর রহমান জানান, রাতে ভারি বর্ষণের কারণে পাহাড়ধসে দুজনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে একজন শিশু এবং আরেকজন নারী। মরদেহ দুটি মর্গে রাখা হয়েছে।

কক্সবাজার সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুজ্জামান বলেন, কক্সবাজারে শহরের বেশ কয়েকটি এলাকায় পাহাড়ধসে এই পর্যন্ত দুইজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু
২১ নভেম্বর ২০২৪ রাত ০৮:০৫:৩৩