• ঢাকা
  • |
  • শুক্রবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ ভোর ০৫:২৮:৪১ (22-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ ভোর ০৫:২৮:৪১ (22-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

কেরানীগঞ্জে আট মাসের শিশু চুরি, ২৪ ঘণ্টায় উদ্ধার করল র‌্যাব

১৪ অক্টোবর ২০২৪ বিকাল ০৫:২৬:৩৩

কেরানীগঞ্জে আট মাসের শিশু চুরি, ২৪ ঘণ্টায় উদ্ধার করল র‌্যাব

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: ঢাকার কেরানীগঞ্জে ৮ মাসের শিশু সাইফানকে চুরি করার ২৪ ঘণ্টার মধ্যে শরীয়তপুর থেকে উদ্ধার করেছে র‌্যাব-১০। এ ঘটনায় তানজিলা আক্তার পারভীন নামের এক নারীকে আটক করা হয়েছে। শিশু সাইফান দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন আগানগর ইস্পাহানী এলাকার এনামুল হক মজুমদার ও শাকিলা এনাম দম্পতির তৃতীয় পুত্র সন্তান। তারা ইস্পাহানি দুই নম্বর গলির ৬ নম্বর বাড়িতে ভাড়ায় বসবাস করে।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ১৪ অক্টোবর সোমবার সকাল সাড়ে ৭টার দিকে র‌্যাব-১০ ও র‌্যাব-৮ এর যৌথ অভিযানে শরীয়তপুর জেলার পালং থানাধীন চরলক্ষ্মী নারায়ন এলাকা থেকে শিশু সাইফানকে উদ্ধার ও আসামি তানজিলা আক্তার পারভীনকে (৩৫) আটক করে।

সোমবার দুপুরে বিষয়টি নিশ্চিত করে র‌্যাব-১০ সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র সহকারী পুলিশ সুপার তাপস কর্মকার জানিয়েছে, আটক পারভিন গত শনিবার বিকেলে তাদের বাসায় কাজের মহিলা হিসেবে যোগদান করে। পরদিন রোববার বেলা ১১টায় ওই দম্পতির মেজো ছেলে আহনাফ (৬) ও সাইফানকে নিয়ে আইসক্রিম কেনার কথা বলে বাসা থেকে বের হয়। কিছুক্ষণ পরে আহনাফ বাসায় ফেরত আসলেও গৃহকর্মী পারভিন ৮ মাসের শিশু সন্তান সাইফানকে নিয়ে লাপাত্তা হয়। এরপর রোববার সন্ধ্যায় শিশুটির বাবা বাদী হয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করলে মামলার ছায়া তদন্তকারী হিসেবে র‌্যাব সদস্যরা মামলা দায়েরের ৮ ঘণ্টার মধ্যে শিশুটিকে অক্ষত অবস্থায় উদ্ধার ও পারভিনকে আটক করে।

র‌্যাব-১০ কোম্পানি কমান্ডার স্কোয়াডান লিডার তারিকুল ইসলাম জানান, শিশুটিকে উদ্ধার করে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এবং আটক পারভিনকে দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশে সোপর্দ করার প্রক্রিয়া চলছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু
২১ নভেম্বর ২০২৪ রাত ০৮:০৫:৩৩