• ঢাকা
  • |
  • শনিবার ৯ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ১০:২৫:২৫ (23-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শনিবার ৯ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ১০:২৫:২৫ (23-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

নারায়ণগঞ্জে ভুল চিকিৎসায় শিশুর মৃত্যুর অভিযোগ

১০ মার্চ ২০২৪ বিকাল ০৪:০০:০০

নারায়ণগঞ্জে ভুল চিকিৎসায় শিশুর মৃত্যুর অভিযোগ

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জে আল-হেরা নামের একটি ক্লিনিকে ভুল চিকিৎসায় মোস্তাকিম নামে এক শিশুর মৃত্যুর অভিযোগ উঠেছে।

১০ মার্চ রোববার সকালে শহরের খানপুর এলাকায় এ ঘটনা ঘটে। মোস্তাকিম সদর উপজেলার বক্তাবলীর মধ্যনগর এলাকার রমজান আলীর ছেলে। সে একটি মাদ্রাসার দ্বিতীয় শ্রেণির ছাত্র ছিল।

নিহতের স্বজন ও বাবা রমজান আলী জানান, শনিবার রাতে আল-হেরা ক্লিনিকে চিকিৎসক আব্দুল্লাহ আল মামুনের তত্ত্বাবধানে টনসিলের অপারেশনের জন্য ভর্তি করানো হয় মোস্তাকিমকে। অপারেশন শেষে বাচ্চার আর জ্ঞান ফেরেনি। এরপরের দিন সকাল না হতেই অপারেশন থিয়েটারে মরদেহ রেখে ডাক্তার, নার্সসহ ক্লিনিকের সবাই পালিয়ে যায়। চিকিৎসকের অবহেলায়ই মৃত্যুর ঘটনা ঘটেছে। ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করছেন শিশুটির পরিবার।

সদর মডেল থানার উপ-পরিদর্শক আব্দুল কুদ্দুস মৃধা জানান, পুলিশ সেবা নম্বর ৯৯৯ এ ফোন পেয়ে ঘটনাস্থল আমরা পরিদর্শন করেছি। পরিবারের অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ