• ঢাকা
  • |
  • শুক্রবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ ভোর ০৫:৪৮:৩০ (22-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ ভোর ০৫:৪৮:৩০ (22-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

রায়পুরে জেঁকে বসেছে শীত

১৩ জানুয়ারী ২০২৪ বিকাল ০৩:৫১:৪৩

রায়পুরে জেঁকে বসেছে শীত

রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি: রায়পুরে হঠাৎ করেই শীতের তীব্রতা বেড়েছে। দুদিন ধরে দেখা মিলছে না সূর্যের। কুয়াশায় ঢেকে আছে সর্বত্র। তবে বেলা বাড়তেই কুয়াশা কিছুটা কেটে গেলেও দেখা মেলে না সূর্যের। তাপমাত্রা খুব একটা না কমলেও কুয়াশার কারণে বেড়েছে শীতের তীব্রতা। হঠাৎ শীতের এ প্রকোপ বৃদ্ধি পাওয়ায় দুর্ভোগে পড়েছে সাধারণ মানুষ।

১২ জানুয়ারি শুক্রবার সকাল থেকে ভারী শীতবস্ত্র পরে ঘরের বাইরে যাচ্ছেন মানুষ। ঘন কুয়াশায় ও উত্তর-উত্তর পশ্চিম দিক থেকে আসা ঠান্ডাবাতাসের কারণে হঠাৎ করে রায়পুরে শীতের প্রকোপ বেড়েছে।

রায়পুর উপজেলার একজন কৃষক মুসলিম উদ্দিন বলেন, শুক্রবার সকালে জমিতে সেচ দিতে গিয়েছিলাম। এত কুয়াশা আর ঠান্ডাবাতাস যে, কাজ করাই কঠিন হয়ে গেছে।

একই উপজেলার কৃষক নুরুল ইসলাম বলেন, এক বিঘা জমিতে বোরো ধান লাগাতে চে‌য়ে‌ছিলাম। কিন্তু শীতের কারণে শ্রমিক পাচ্ছি না। ঠান্ডা পানিতে  নিজেও কাজ করতে পারছি না।

রায়পুর মা-মনি স্পেশালাইজড হাসপাতালের ডাক্তার অন্তরা কর্মকার বলেন, হঠাৎ অতিরিক্ত শীত আর ঠান্ডাবাতাসের কারণে শিশুসহ বিভিন্ন বয়সের মানুষের ঠান্ডা জনিত রোগ বেড়েছে। ঠান্ডা জনিত রোগ প্রতিরোধে প্রথমতো সচেতনতা দরকার। যথাসম্ভব গরম খাবার খাওয়ানোর চেষ্টা করতে হবে। শীতকালে ছোঁয়াচে বা চর্মরোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি থাকে।

তিনি আরও বলেন, শীতে শিশুর ত্বকের যত্ন নিতে বিশেষ খেয়াল রাখতে হবে। এসময় শিশুদের খালি পায়ে মেঝেতে হাঁটাহাঁটি কিংবা খেলাধুলা করতে দেওয়া যাবে না। নবজাতকের অভিভাবকদের অধিক যত্নবান হতে হবে। এছাড়া শিশু অসুস্থ হলে জরুরী ভিত্তিতে নিকটস্থ  হাসপাতাল বা স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগ করার পরামর্শ দেন তিনি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু
২১ নভেম্বর ২০২৪ রাত ০৮:০৫:৩৩