• ঢাকা
  • |
  • শুক্রবার ২১শে চৈত্র ১৪৩১ সকাল ০৭:০১:০২ (04-Apr-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ২১শে চৈত্র ১৪৩১ সকাল ০৭:০১:০২ (04-Apr-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

দৌলতপুরের শীর্ষ সন্ত্রাসী সাঈদ ঢাকা থেকে গ্রেপ্তার

২৪ ফেব্রুয়ারি ২০২৫ সন্ধ্যা ০৭:৩৭:২২

দৌলতপুরের শীর্ষ সন্ত্রাসী সাঈদ ঢাকা থেকে গ্রেপ্তার

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুরের পদ্মার চর এলাকার শীর্ষ সন্ত্রাসী ও হত্যা মামলার আসামি সাঈদ গ্রুপের প্রধান আবু সাঈদ মন্ডল ওরফে সাঈদকে (৩৫) রাজধানী ঢাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ।

২৩ ফেব্রুয়ারি রোববার ভোরে রাজধানীর রমনা থানা এলাকা থেকে ঢাকা গোয়েন্দা পুলিশ (ডিবি) ও কুষ্টিয়ার দৌলতপুর থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। পরে দুপুরে ঢাকা থেকে দৌলতপুর থানায় নেওয়া হয় সাঈদকে।

সাঈদ উপজেলার মরিচা ইউনিয়নের বৈরাগীর চর দক্ষিণ ভাঙ্গাপাড়া এলাকার ভাদু মণ্ডলের ছেলে। চলতি মাসের ১১ তারিখ (সোমবার) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে বালুর ঘাট ও মাদক কারবার নিয়ন্ত্রণকে কেন্দ্র করে বাড়ি থেকে ডেকে নিয়ে রাজু হোসেন (১৮) নামের এক তরুণকে গুলি করে হত্যার ঘটনায় হওয়া মামলার প্রধান আসামি তিনি।

এছাড়া এলাকায় বালুর ঘাট দখল, অবৈধ ভাবে বালু উত্তোলন, অস্ত্র ও মাদক কারবার নিয়ন্ত্রণ সহ নানা অপরাধের অভিযোগ আছে এই সাঈদ বাহিনীর বিরুদ্ধে।  

এ বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নাজমুল হুদা বলেন, পদ্মার চর এলাকার শীর্ষ সন্ত্রাসী ও হত্যামামলার আসামি সাঈদ গ্রুপের প্রধান সাঈদকে রাজধানী ঢাকা থেকে গ্রেপ্তার করেছে। তাকে বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ বিষয়ে বিস্তারিত আরো পরে জানানো হবে। জিজ্ঞাসা শেষে আমরা তাকে কারাগারের পাঠাবো। তার বিরুদ্ধে দৌলতপুর থানায় মোট ৯ টি মামলা রয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





দৌলতদিয়ায় মাদকসহ গ্রেফতার ১
৩ এপ্রিল ২০২৫ রাত ০৮:০৩:৩২




পাবনায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু
৩ এপ্রিল ২০২৫ সন্ধ্যা ০৬:৪৫:৪১