সিলেট প্রতিনিধি: সিলেট সিটি করপোরেশনের ৩ কর্মকর্তা-কর্মচারীকে শুদ্ধাচার পুরস্কার ২০২২-২৩ প্রদান করেছে নগর ভবন। শুদ্ধাচার পুরস্কার প্রদান (সংশোধন) নীতিমালা-২০১১ অনুযায়ী এ পুরস্কার প্রদান করা হয়।
২৬ জুন সোমবার বিকেলে নগর ভবনের সভা কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ বদরুল হকের সভাপতিত্বে সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী নির্বাচিতদের হাতে পুরস্কার তুলে দেন।
পুরস্কারপ্রাপ্তরা হলেন- সিসিকের প্রধান রাজস্ব কর্মকর্তা মো. মতিউর রহমান খান, কম্পিউটার অপারেটর আতাউল করিম মো. আতিকুর রহমান এবং সহকারী স্টোর কিপার (বিদ্যুৎ) কাহেদ আহমদ সানি।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, কর্মসম্পাদন চুক্তি বাস্তবায়ন-এপিএতে দেশ সেরা সিটি কর্পোরেশনের পুরস্কার পেয়েছে সিলেট সিটি করপোরেশন। টানা তিনবার দেশের সেরা সিটি করপোরেশনের মর্যাদা আমাদের সকলের অর্জন। সিসিকের কাউন্সিলর, সংরক্ষিত কাউন্সিলর এবং সকল পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের সম্মিলিত প্রচেষ্ঠার ফসল এই অর্জন।
সিসিক মেয়র বলেন, আজ যারা শুদ্ধাচার পুরস্কার ২০২২-২০২৩ পেলেন, এটিও উন্নয়ন এবং নাগরিক সেবা প্রদানে সিসিকের সার্বিক কার্যক্রমেরই অংশ। এখন থেকে আরও দায়িত্বশীল ভূমিকা পালনে সবাইকে নির্দেশনা দেন তিনি।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন কাউন্সিলর মোহাম্মদ তৌফিক বকস লিপন, সৈয়দ তৌফিকুল হাদী, মো. তারেক উদ্দিন তাজ, সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ বদরুল হক, সচিব ফাহিমা ইয়াসমিন, প্রধান প্রকৌশলী নুর আজিজুর রহমান, প্রধান রাজস্ব কর্মকর্তা মো. মতিউর রহমান প্রমূখ।
সভায় উপস্থিত ছিলেন সিসিকের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আলী আকবর, নির্বাহী প্রকৌশলী শামসুল হক পাঠোয়ারী, লাইসেন্স কর্মকর্তা মো. আসাদুজ্জামান, জনসংযোগ কর্মকর্তা আব্দুল আলিম শাহসহ সিসিকের বিভিন্ন বিভাগ ও শাখার কর্মকর্তা-কর্মচারীগণ।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available