• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২০শে অগ্রহায়ণ ১৪৩১ রাত ০১:১২:৪০ (05-Dec-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২০শে অগ্রহায়ণ ১৪৩১ রাত ০১:১২:৪০ (05-Dec-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

মানিকগঞ্জে রফিক উদ্দিন স্মৃতি ক্রিকেট লীগ উদ্বোধন

২২ জুন ২০২৪ বিকাল ০৪:০০:৫৩

মানিকগঞ্জে রফিক উদ্দিন স্মৃতি ক্রিকেট লীগ উদ্বোধন

মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জে বীর মুক্তিযোদ্ধা ডা. রফিক উদ্দিন স্মৃতি ২য় বিভাগ ক্রিকেট লীগের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। ২২ জুন শনিবার ১০টার দিকে শহিদ মিরাজ-তপন স্টেডিয়ামের অফিসার্স ক্লাবে জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে এই ক্রিকেট লীগের উদ্বোধন করা হয়।

বীর মুক্তিযোদ্ধা ডা. রফিক উদ্দিন স্মৃতি ২য় বিভাগ ক্রিকেট লীগের পৃষ্ঠপোষক ডা. আব্দুল্লাহ আল মামুনের পৃষ্ঠপোষকতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গোলাম মহীউদ্দীন।

জেলা পরিষদ চেয়ারম্যান বলেন, বীর মুক্তিযোদ্ধা ডা. রফিক উদ্দিন মানিকগঞ্জের একজন গর্ব ছিলেন। তার স্মৃতিকে স্মরণীয় করে রাখতে মানিকগঞ্জে ২য় বিভাগ ক্রিকেট লীগের উদ্বোধন করা হল। বর্তমানে দেশের যুবক সমাজ মাদকের জন্য ধ্বংসের দিকে যাচ্ছে। আর এই খেলাই পারে যুবকদের মাদক থেকে দূরে রাখতে।

ডা. রফিক উদ্দিন স্মৃতি ২য় বিভাগ ক্রিকেট লীগের পৃষ্ঠপোষক ডা. আব্দুল্লাহ আল মামুন বলেন, মূলত মাদক থেকে যুবক সমাজকে রক্ষা করতেই এ খেলার আয়োজন। আমার বাবা দেশের জন্য যে অবদান রেখে গেছেন তার সেই কাজকে স্মরণীয় রাখতে নতুন প্রজন্মের যুবকদের ভালো কাজে রাখার প্রয়াস মাত্র। এই খেলা বিগত দুই বছর থেকে শুরু করে ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

মানিকগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার ক্রিকেট সাবকমিটির সভাপতি গোলাম ছারোয়ার ছানুর সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা জজ তৈয়বুল আযহার উজ্জ্বল, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সুদেব কুমার সাহা, বীর মুক্তিযোদ্ধা ডা. রফিক উদ্দিনের সহধর্মিণী ছাবেরা খাতুন, ডা. মাকছুদা পূণ্যিসহ জেলা-উপজেলার কর্মকর্তাবৃন্দ।

উল্লেখ্য, এই খেলায় কাটিগ্রাম স্পোর্টিং ক্লাব প্রতিপক্ষ গ্রিন ভ্যালি স্পোর্টিং ক্লাবের মোকাবেলা করে। এ খেলায় মোট ১১টি দল প্রতিযোগিতা করবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



পঞ্চগড় চেম্বারের সভাপতি শরিফ-ট্রেজারার রুবেল
৪ ডিসেম্বর ২০২৪ সন্ধ্যা ০৭:২০:৪৪





নরসিংদীতে সাড়ে ১২ কেজি গাঁজাসহ কারবারি আটক
৪ ডিসেম্বর ২০২৪ বিকাল ০৫:২২:২০