কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি: ৫ দিন ধরে বন্ধ থাকার পর রাঙামাটি জেলার কাপ্তাই উপজেলার রাইখালী এবং চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনায় ৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল ৮টা হতে ফেরি চলাচল শুরু হয়েছে।
এর আগে কাপ্তাই লেকে পানি বৃদ্ধির ফলে কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের স্পিল ওয়ের ১৬টি জলকপাট খুলে দেওয়ায় কর্ণফুলী নদীতে তীব্র স্রোত থাকায় ৩১ আগস্ট হতে ফেরি চলাচল বন্ধ ছিল।
রাঙামাটি সড়ক ও জনপদ (সওজ) বিভাগের নির্বাহী প্রকৌশলী সবুজ চাকমা বৃহস্পতিবার ৫ সেপ্টেম্বর সকাল সাড়ে ১১টায় মুঠোফোনে এ প্রতিবেদককে পুনরায় চলাচল শুরুর বিষয়টি নিশ্চিত করেছেন।
নির্বাহী প্রকৌশলী সবুজ চাকমা বলেন- নদীতে কিছুটা স্রোত কমে এসেছে। তাই আভ্যন্তরীণ এলাকায় চালক, যাত্রী, ব্যবসায়ী এবং সর্ব সাধারণের কথা চিন্তা করে আমরা ফেরি চলাচল শুরু করেছি।
সরেজমিনে ফেরির ইজারাদার মো. শাহজাহানের সাথে কথা হলে তিনি বলেন, নদীতে স্রোত কিছুটা কম হলেও এখনো স্রোত রয়েছে। তবে দুপুর ১২টা হতে ১টার মধ্যে জোয়ার আসলে কিছু সময়ের জন্য ফেরি চলাচল বন্ধ রাখতে হয়।
বেশ কিছু চালক জানান, ফেরি চলাচল বন্ধ থাকায় আমাদের দুর্ভোগ চরমে উঠেছিল। এছাড়া কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের পানি ছাড়ার ফলে কর্ণফুলী নদীতে তীব্র স্রোত থাকায় ইঞ্জিন চালিত বোট দিয়ে পারাপার করা খুবই রিস্ক ছিল।
প্রসঙ্গত, ফেরি চলাচল বন্ধের ফলে রাঙামাটি টু বান্দরবান রাজস্থলী সড়কে চলাচলকারী সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে পরে। তাই যাত্রীদের বিকল্প হিসাবে ইঞ্জিনচালিত বোটে ঝুঁকি নিয়ে পার হয়ে চলাচল করতে হচ্ছিল।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available